Jasprit Bumrah: ক্যাপ্টন্সিতে হাতেখড়ি, মায়ের ভুরি ভুরি টিপস পেলেন বুম বুম


মায়ের কী পরামর্শ পেলেন জসপ্রীত বুমরা?

Image Credit source: Twitter

কপিলদেবের পর দীর্ঘ ৩৫ বছর বাদে জাতীয় দলের নেতৃত্ব দিতে নামবেন একজন পেসার। ম্যাচ জিততে পারলে ভারতীয় দলের ক্রিকেট ইতিহাসে খোদাই হয়ে থাকবে জসপ্রীত বুমরার নাম।

লন্ডন: নিজে কোনওদিন ক্রিকেট খেলেননি। তবে ক্রিকেটের প্রতি নিজেকে ভীষণভাবে একাত্ম করে নিয়েছেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) মা। ছেলের কেরিয়ারের প্রতিটি ছোট বড় মুহূর্তের সাক্ষী তিনি। আজই ইংল্যান্ডের মাটিতে বুম বুমের ক্যাপ্টেন্সির হাতেখড়ি। তার আগে বহু মূল্যবান পরামর্শ দিয়েছেন দলজিৎ বুমরা। বিপক্ষকে মাত করার মতো কৌশলও ছেলেকে বাতলে দিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্ট (India vs England) শুরু হচ্ছে আর কিছুক্ষণ পরই। বিপক্ষ দলের অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে টস করতে নেমেছেন জসপ্রীত বুমরা। কপিলদেবের পর দীর্ঘ ৩৫ বছর বাদে জাতীয় দলের নেতৃত্ব দিতে নামবেন একজন পেসার। ম্যাচ জিততে পারলে ভারতীয় দলের ক্রিকেট ইতিহাসে খোদাই হয়ে থাকবে জসপ্রীত বুমরার নাম।

পঞ্চম টেস্টের ক্যাপ্টেন্সি নিয়ে গতকাল বিকেল পর্যন্ত ধন্ধ বজায় ছিল। রোহিত শর্মার দ্বিতীয় কোভিড টেস্টের ফলাফলের উপর নির্ভর ছিল সবটা। পরিস্থিতির জন্য অবশ্য তৈরিই ছিল টিম ম্যানেজমেন্ট। রোহিতের কোভিড টেস্টের ফলাফল পজিটিভ হওয়ায় পঞ্চম টেস্টে ক্যাপ্টেন হিসেবে জসপ্রীত বুমরার নাম ঘোষণা করা হয়। এত বড় দায়িত্ব। কী প্রতিক্রিয়া ছিল বুমরার? আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে এই তারকা স্পিডস্টারের স্ত্রী সঞ্জনা গণেশন বলেছেন, “বিষয়টা হজম করতে ওর অনেকটা সময় লেগেছে। কিছুটা সময় পর ও বিশ্বাস করেছে যে, যা হচ্ছে তা বাস্তবেই ঘটতে চলছে। ও ভীষণ গর্বিত এবং অবশ্যই খুশি। স্নায়ুর চাপে ভুগছে কি না তা জানি না। তবে বিষয়টা হজম করতে সময় লেগেছে।” হাসতে হাসতে বলেছেন বুমরা-পত্নী।

একইসঙ্গে বুমরার মা দলজিৎ বুমরার প্রতিক্রিয়া নিয়েও মজার তথ্য দিয়েছেন সঞ্জনা। ক্যাপ্টেন বুমরার প্রথম ম্যাচের আগে ছেলেকে অনেক পরামর্শ দিয়েছেন তিনি। সঞ্জনার কথায়, “উনি ভীষণ খুশি। ছেলেকে সবসময় ভালো পারফরম্যান্স করতে দেখতে চান। উনি খেলাটাকেও ভীষণ পছন্দ করেন। বুমরার পুরো জার্নিটার সাক্ষী তিনি। নেতৃত্ব দেবে শুনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।” সঞ্জনা আরও বলেন, “ওনার (বুমরার মা) কাছে প্রচুর টিপস এবং ট্রিকস আছে। নিজে কোনওদিন ক্রিকেট না খেললেও প্রচুর কৌশল জানা আছে। যেমনটা মায়েরা করে থাকেন আর কী।”



Leave a Reply