অগ্নিভ-র আগুনে ১৯৫, সিএবি লিগে ফের চ্যাম্পিয়ন ভবানীপুর ক্লাব


ইডেনে চ্যাম্পিয়নের ফটোসেশনে ভবানীপুর ক্রিকেটাররা। রয়েছেন সিএবি সভাপতি, সচিবও।

প্রথম ইনিংস লিডে চ্যাম্পিয়ন হল ভবানীপুর।

TV9 Bangla Digital

| Edited By: Dipankar Ghoshal

Jul 02, 2022 | 4:50 PM




কলকাতা: সিএবি ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভবানীপুর ক্লাব। কালীঘাটের বিরুদ্ধে ফাইনাল ড্র। প্রথম ইনিংস লিডে চ্যাম্পিয়ন হল ভবানীপুর। ফাইনালে ১৯৫ রানের অনবদ্য ইনিংস উইকেটকিপার ব্যাটার অগ্নিভ পানের। পাঁচ দিনের ম্যাচ। ইডেন গার্ডেন্সে ফাইনালে প্রথম ব্যাট করে কালীঘাট। তিনটি অর্ধশতরান কালীঘাট ইনিংসে। ভবানীপুরের পেসার দুর্গেশ দুবে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন। কালীঘাটের ইনিংস শেষ ২৮৪ রানে। ভবানীপুর ব্যাট করতে নেমে একের পর এক বড় পার্টনারশিপ গড়ে। অগ্নিভ পান ১৭ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারিতে ১৯৫ রানের ইনিংস খেলেন। অল্পের জন্য শতরান হাতছাড়া হয় আমির গনির (৯০)। এছাড়া অর্ধশতরান করেন অভিষেক দাস এবং প্রদীপ্ত প্রামাণিক। ভবানীপুরের প্রথম ইনিংস শেষ হয় ৫৫৫ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কালীঘাটের ৪৩-২ স্কোরে দু-দলই হাত মিলিয়ে নেয়।

বিস্তারিত আসছে…

Leave a Reply