শাকিরার সঙ্গে যাবেন বলে ম্যাচ পিছনোর আর্জি!


Image Credit source: TWITTER

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ঘটনাটি ২০১৯ সালের।

মাদ্রিদ: জেরার্ড পিকে ফুটবল ম্যাচ পিছোতে বলেছিলেন! তাও আবার দেশের ম্যাচ! এমন তথ্যই সামনে এসেছে। স্পেনের ম্যাচ ছিল রোমানিয়ার বিরুদ্ধে। একই সময় স্পেনের ডেভিস কাপেও ম্যাচ ছিল। জাতীয় দলের ফুটবলার জেরার্ড পিকে (Gerard Pique) স্প্যানিশ ফুটবল সংস্থার সভাপতি লুই রুবিয়ালেসের কাছে আর্জি জানান, রোমানিয়ার বিরুদ্ধে ম্যাচ পিছিয়ে দিতে। বান্ধবী পপ তারকা শাকিরার (Shakira) সঙ্গে ডেভিস কাপের ম্যাচে যেতে চান তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যমে এমন খবরে উত্তাল। তেমনই একটি লিকড অডিও-তে এমন খবরও সামনে আসছে, ব্যালন ডিওর জিততে স্প্যানিশ ফুটবল সংস্থার সভাপতিকে অনুরোধ করেছিলেন স্পেন তথা রিয়াল মাদ্রিদের প্রাক্তন ডিফেন্ডার সার্জিও ব়্যামোস! স্প্যানিশ সংবাদমাধ্যম এল কনফিডেন্সিয়ালের খবর অনুযায়ী, বার্সেলোনার প্রাক্তন তারকা জোরার্ড পিকে জাতীয় দলের ম্যাচের সূচি পরিবর্তন করাতে চেয়েছিলেন।

 

PIQUE-SHAK

স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ঘটনাটি ২০১৯ সালের। বান্ধবী শাকিরার সঙ্গে স্পেনের ডেভিস কাপ টেনিস ম্যাচ দেখতে চেয়েছিলেন পিকে। সে কারণেই স্প্যানিশ ফুটবল সংস্থার সভাপতির কাছে এমন উদ্ভট আবেদন জানানা। শেষ অবধি ম্যাচটি হয়েছিল। কিন্তু পিকে খেলেননি। তাঁকে ছাড়াই রোমানিয়াকে ৫-০ হারিয়েছিল স্পেন। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যে পিকে বলেছিনে, রুবি (লুই রুবিয়ালেস), একটা বিষয়ে আমাদের কথা বলতে হবে। আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আমাকে আপনার যেভাবেই হোক সাহায্য করতেই হবে। আমাকে বিস্তারিত বোঝাতে দিন। ১৮ নভেম্বর, সোমবার, রোমানিয়ার সঙ্গে আমাদের ম্যাচ রয়েছে। এবং সোমবার মাদ্রিদে ডেভিস কাপেরও ম্যাচ রয়েছে স্পেনের। উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবে আমার সঙ্গিনী শাকিরা। দারুণ একটা অনুষ্ঠান হবে। বিকেলের দিকে ম্যাচগুলি রয়েছে। একই সময়ে যদি স্পেন-রোমানিয়ার ফুটবল ম্যাচও হয়, বিষয়টা কেমন একটা হচ্ছে। একই সময়ে ম্যাচ হওয়ায়, আমরা পরস্পরের সমস্যা তৈরি করছি। এই সূচির বিষয়টা আগে জানতাম না। জানি না, তবে ফুটবল ম্যাচটি যদি রবিবার করা সম্ভব হয়, তাহলে ভাল হত। কিংবা ধরুন, আমাদের ম্যাচ যদি সোমবারের জায়গায় শুক্রবার…বৃহস্পতিবার করা যায়। বিষয়টা নিয়ে ভাবুন। এটুকু জানি, ম্যাচের টিকিট বিক্রি এখনও শুরু হয়নি, সুতরাং, ম্যাচের দিন বদলানো যেতেই পারে।

Leave a Reply