IND vs ENG 5th Test Day 2 Live: এজবাস্টন টেস্টে বড় রানের লক্ষ্যে নামবে টিম ইন্ডিয়া


India vs England 5th Test Day 2 Live Score: এজবাস্টনে আজ পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট লাইভ

| Edited By: Sanghamitra Chakraborty


Jul 02, 2022 | 2:02 PM

Key Events

প্রথম দিনের শেষে কোথায় দাঁড়িয়ে ভারত

এজবাস্টন টেস্টে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমেছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৩৩৮।

শতরানের পথে জাডেজা

ঋষভ পন্থের সঙ্গে ২২২ রানের জুটি গড়ার পরে এ বার শতরান থেকে ১৭ রান দূরে রবীন্দ্র জাডেজা।

LIVE Cricket Score & Updates

  • 02 Jul 2022 02:10 PM (IST)

    প্রথম দিনের হাইলাইটসের ভিডিও দেখুন

    আজ এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন। ম্যাচ শুরু হওয়ার আগে দেখে নিন প্রথম দিনের হাইলাইটসের ভিডিও।

  • 02 Jul 2022 02:05 PM (IST)

    শতরানের পথে জাডেজা

    ঋষভ পন্থের সঙ্গে পঞ্চম টেস্টের প্রথম দিন ২২২ রানের জুটি গড়ার পরে, এ বার শতরান থেকে ১৭ রান দূরে রবীন্দ্র জাডেজা।

  • 02 Jul 2022 02:00 PM (IST)

    প্রথম দিনের শেষে কোথায় দাঁড়িয়ে ভারত

    এজবাস্টন টেস্টে টসে হেরে শুরুতে ব্যাটিং করতে নেমেছে টিম ইন্ডিয়া। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৩৩৮।

এজবাস্টন: এজবাস্টন: ১ জুলাই থেকে শুরু হয়েছে এজবাস্টন টেস্ট। এই টেস্ট চলবে ৫ জুলাই অবধি। গত বছর ইংল্যান্ড (England) সফরে গিয়ে, করোনার জন্য শেষ টেস্ট (Test) ম্যাচ না খেলেই দেশে ফিরে এসেছিলেন বিরাট কোহলিরা। ভারত (Team India) এই মুহূর্তে এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। এজবাস্টন টেস্টে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। রোহিত শর্মা করোনা আক্রান্ত হওয়ায়, তাঁর বদলে টিম ইন্ডিয়ার নেতৃত্বে রয়েছেন জসপ্রীত বুমরা। পঞ্চম টেস্টের প্রথম দিন শুরুতে ব্যাটিং করতে নেমে কোনও জুটিই ভারতকে সেই অর্থে এগিয়ে নিয়ে যেতে পারছিল না। ৯৮ রানের মাথায় ৫টি উইকেট খুইয়ে বসে ভারত। মাঝখানে বাদ সাধে বৃষ্টি। যার ফলে তাড়াতাড়ি লাঞ্চ বিরতি নিয়ে নেয় দুই দল। শেষ অবধি প্রথম দিন ষষ্ঠ উইকেটে দুরন্ত জুটি বাঁধেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাডেজা। ২৭.৫ ওভারের মাথায় টিম ইন্ডিয়ার স্কোর ছিল ৫ উইকেটে ৯৮, সেখান থেকে দলকে টেনে নিয়ে যান পন্থ-জাডেজা জুটি। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৭ উইকেটে ৩৩৮।

Published On – Jul 02,2022 2:00 PM



Leave a Reply