Sania Mirza: উইম্বলডনের মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে সানিয়া, আশা জিইয়ে রাখলেন টেনিস সুন্দরী


মিক্সড ডাবলসে সানিয়ারা

Image Credit source: Twitter

ক্রোট পার্টনার ম্যাট প্যাভিককে সঙ্গে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াকু জয় এক সন্তানের জননীর। সানিয়াদের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৪, ৩-৬,৬(১০)-৬(৩)।

লন্ডন: ওমেনস ডাবলস থেকে ছিটকে গিয়েছিলেন গতকাল। অনুরাগীরা বেজায় হতাশ। কারণ টেনিস সুন্দরীর এটাই শেষ উইম্বলডন (Wimbledon)। অবসরের আগে গ্র্যান্ড স্লামের সংখ্যা ছয় থেকে সাতে পৌঁছাবে কি? আশা এখনও শেষ হয়ে যায়নি। কেরিয়ারের শেষ উইম্বলডনের মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডে পা দিলেন সানিয়া (Sania Mirza)। ক্রোট পার্টনার ম্যাট প্যাভিককে (Mate Pavic) সঙ্গে নিয়ে হাড্ডাহাড্ডি লড়াকু জয় এক সন্তানের জননীর। সানিয়াদের পক্ষে ম্যাচের ফলাফল ৬-৪, ৩-৬,৬(১০)-৬(৩)।

উইম্বলডনে সানিয়া এবং প্যাভিক ষষ্ঠ বাছাই হিসেবে খেলছেন। প্রথম রাউন্ডে তাঁদের প্রতিপক্ষল ছিল অবাছাই স্পেনের জর্জিয়া নাতেলা জালামিদেজ এবং ডেভিড ভেগা হার্নান্ডেজ। এক ঘণ্টা ৫৮ মিনিটের ধরে চলল ম্যাচ। সানিয়া ও প্যাভিক প্রথম সেট জিতে নেওয়ার পর দ্বিতীয় সেটে কামব্যক করে স্প্যানিশ জুটি। তৃতীয় সেট গড়ায় টাইব্রেকারে। নির্ণায়ক সেট ১০-৩ ব্যবধানে জিতে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে ইন্দো-ক্রোট জুটি।

এই খবরটিও পড়ুন



সানিয়ার মতো প্যাভিকও ছয়বারের গ্র্যান্ড স্লাম জয়ী। উইম্বলডনের ছেলেদের ডাবলসে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। লুকা মদ্রিচের দেশের এই টেনিস খেলোয়াড় ২০২০ টোকিয়ো অলিম্পিকের সোনাজয়ী। মাথা ঠান্ডা রেখে ম্যাচ কীভাবে বের করতে হয় তা এই দুই অভিজ্ঞ টেনিস খেলোয়াড়ের থেকে কেই বা ভালো বুঝবে। দ্বিতীয় সেটের প্রথম দিকে লড়াইটা সমানে সমানে হলেও সপ্তম গেমে সানিয়ার সার্ভ ভেঙে সমতা ফেরায় বিপক্ষ জুটি।

Leave a Reply