Image Credit source: BCCI
জসপ্রীত বুমরাকেও কৃতিত্ব দিতে ভুললেন না জাদেজা।
বার্মিংহাম : ভারতীয় দলের প্রেস কনফারেন্সের কিছুক্ষণ আগে। ইংল্যান্ডের প্রেস কনফারেন্স হয়েছে। ছিলেন পাঁচ উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন (James Anderson)। ২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরে বাগযুদ্ধে জড়িয়ে ছিলেন জিমি-জাডেজা। ভারতীয় দলের তরফে অভিযোগ করা হয়েছিল, ড্রেসিংরুমে যাওয়ার পথে রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) ধাক্কা মারেন অ্যান্ডারসন। জল অনেক দূর গড়ায়। দুজনেই শাস্তি পান। এজবাস্টন টেস্টে ঋষভের পর শতরান করে ইংল্যান্ডকে ব্যাকফুটে ঠেলে দিয়েছেন জাডেজা। সাংবাদিক সম্মেলনে জিমিকে প্রশ্ন করা হয়, পুরনো জাডেজার সঙ্গে কী পার্থক্য দেখছেন! বলেছেন, ‘জাডেজা এখন নিজেকে পিওর ব্যাটসম্যান মনে করে খেলছে।‘ ভারতীয় শিবিরের তরফে সাংবাদিক সম্মেলনে শতরানকারী জাডেজা। অ্যান্ডরসনের মন্তব্য নিয়ে প্রশ্নে কিছুটা যেন বিদ্রুপের সুরেই বললেন, ‘যতক্ষণ রান করব, সবাই ভালোই বলবে। আমি সবসময়ই চেষ্টা করি পার্টনারশিপ গড়ার। ২০১৪-র পর জিমি অ্যান্ডারসন যে উপলব্ধি করতে পেরেছে, আমি ব্যাটিং করতে পারি, এটা ভেবেই আমার বেশ ভালো লাগছে।‘ কথা শেষ করেই হেসে ফেললেন জাডেজা। সাংবাদিক সম্মেলন কক্ষেও হাসির রোল।
আইপিএল হতাশাজনক কেটেছে জাডেজার। তাঁকে চেন্নাইয়ের নেতৃত্ব দেওয়া হয়েছিল। সাফল্য দিতে পারছিলেন না। ব্যর্থতার দায় নিয়ে ফের ধোনিকেই নেতৃত্ব ফিরিয়ে দেন। মাঝে বিশ্রাম নিয়ে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে নেমেই শতরান। জাডেজা বলছেন, খুবই ভালো লাগছে, দেশের বাইরে, বিশেষত ইংল্যান্ডে শতরান করা আমার জন্য স্পেশাল। এখানকার সুইং সামলে শতরান করায় বাড়তি আত্মবিশ্বাসও পাচ্ছি। আইপিএল অতীত। দেশের হয়ে ভালো খেলতে পারলে, এর চেয়ে বড় সন্তুষ্টি আর কিছু হতে পারে না।‘ সঙ্গে যোগ করলেন, ‘ঋষভের সঙ্গে ব্যাটিং করলে চাপ কমে যায়। প্রতিটা বোলারের বিরুদ্ধেই শট খেলছিল। কাউকেই রেয়াত করেনি। নন স্ট্রাইকারে আমার বরং ভালোই লাগছিল। কেন না, ঋষভের জন্য ওরা আমার দিকে ফোকাস করার সুযোগই পায়নি। ওরা ঋষভকে আউট করার চেষ্টায় বেশি ব্যস্ত ছিল। তবে ইংল্যান্ডের মাটিতে একজন ব্যাটার হিসেবে, আমার ফোকাস ঠিক রাখতে হয়েছে। আমি আর ঋষভ লম্বা পার্টনারশিপ গড়ার বিষয়েই কথা বলছিলাম। দলের স্কোর ভালো জায়গায় পৌঁছে দিতে কঠোর পরিশ্রম করতে হয়েছে।‘
জসপ্রীত বুমরাকেও কৃতিত্ব দিতে ভুললেন না জাদেজা। বলছেন, ‘আমাদের যে ৯,১০,১১ ব্যাটসম্যান আছে, টিম ম্যানেজমেন্ট সবসময়ই অনুশীলনে ওদের ব্যাটিংয়েও মনযোগ দেয়। ওরা কিছুটা রান করতে পারলেও দলের জন্য সেটা বোনাস। জসপ্রীতও নেটে গুরুত্ব দিয়েই ব্যাটিং অনুশীলন করে।‘