রাজকীয় মেজাজে উইম্বলডনে ফিরলেন রজার ফেডেরার


অল ইংল্যান্ড ক্লাবে ফিরলেন উইম্বলডনের রাজা রজার ফেডেরার (Roger Federer)। এ বারের উইম্বলডনে তিনি হাঁটুর চোটের কারণে অংশ নেননি। তবে আটবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ফেডেরার, রবিবার সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপন করতে উইম্বলডনে পৌঁছে গেলেন। অল ইংল্যান্ড ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল ফেডেক্সকে। রাজকীয় মেজাজে রাফা ফিরলেন উইম্বলডনে। দেখুন ছবিতে….


Jul 03, 2022 | 6:50 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jul 03, 2022 | 6:50 PM




এ বারের উইম্বলডনে হাঁটুর চোটের কারণে অংশ নেননি টেনিসের 'বিগ থ্রি'-র রজার ফেডেরার। তবে আজ, রবিবার সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপন করতে উইম্বলডনে পৌঁছে গেলেন ফেডেক্স। (ছবি-উইম্বলডন টুইটার)

এ বারের উইম্বলডনে হাঁটুর চোটের কারণে অংশ নেননি টেনিসের ‘বিগ থ্রি’-র রজার ফেডেরার। তবে আজ, রবিবার সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপন করতে উইম্বলডনে পৌঁছে গেলেন ফেডেক্স। (ছবি-উইম্বলডন টুইটার)

অল ইংল্যান্ড ক্লাবের পক্ষ থেকে, সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ফেডেক্সকে। একেবারের রাজকীয় মেজাজে উইম্বলডনের রাজাকে দেখা গেল অল ইংল্যান্ড ক্লাবে। (ছবি-উইম্বলডন টুইটার)

অল ইংল্যান্ড ক্লাবের পক্ষ থেকে, সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ফেডেক্সকে। একেবারের রাজকীয় মেজাজে উইম্বলডনের রাজাকে দেখা গেল অল ইংল্যান্ড ক্লাবে। (ছবি-উইম্বলডন টুইটার)

টেনিসের 'বিগ থ্রি'-র মধ্যে ফেডেক্সের দখলেই রয়েছে সর্বাধিক উইম্বলডন ট্রফি (আটটি)। রাফায়েল নাদালের নামের পাশে রয়েছে দুটি উইম্বলডন ট্রফি। অন্যদিকে নোভাক জকোভিচের ট্রফি ক্যাবিনেটে শোভা পাচ্ছে ৬টি উইম্বলডন ট্রফি। (ছবি-ইউ এস ওপেন টুইটার)

টেনিসের ‘বিগ থ্রি’-র মধ্যে ফেডেক্সের দখলেই রয়েছে সর্বাধিক উইম্বলডন ট্রফি (আটটি)। রাফায়েল নাদালের নামের পাশে রয়েছে দুটি উইম্বলডন ট্রফি। অন্যদিকে নোভাক জকোভিচের ট্রফি ক্যাবিনেটে শোভা পাচ্ছে ৬টি উইম্বলডন ট্রফি। (ছবি-ইউ এস ওপেন টুইটার)

এ বারের উইম্বলডনের সপ্তম দিনে সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপনের জন্য হাজির হলেন ফেডেরার। ১৯৯৯ সাল থেকে ২০২১ সাল অবধি কোনও বারই উইম্বলডন থেকে দূরে থাকেননি ফেডেক্স। কিন্তু এ বার চোটের কারণে তাঁর নামা হল না ঘাসের কোর্টে। (ছবি-টুইটার)

এ বারের উইম্বলডনের সপ্তম দিনে সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপনের জন্য হাজির হলেন ফেডেরার। ১৯৯৯ সাল থেকে ২০২১ সাল অবধি কোনও বারই উইম্বলডন থেকে দূরে থাকেননি ফেডেক্স। কিন্তু এ বার চোটের কারণে তাঁর নামা হল না ঘাসের কোর্টে। (ছবি-টুইটার)

সাদা পোশাকে কোর্ট না কাঁপাতে পারলেও, কালো পোশাকে কোর্টের বাইরে এক্কেবারে সুপারহিট ফেডেরার। (ছবি-টুইটার)

সাদা পোশাকে কোর্ট না কাঁপাতে পারলেও, কালো পোশাকে কোর্টের বাইরে এক্কেবারে সুপারহিট ফেডেরার। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply