Image Credit source: TWITTER
রোহিতকে নেতা করেই প্রথম এবং বাকি দুটি টি ২০ ম্যাচের আলাদা দল গড়া হয়েছে।
বার্মিংহাম: এজবাস্টন টেস্টের তৃতীয় দিন ভারতীয় শিবিরে স্বস্তির খবর। রোহিত শর্মার (Rohit Sharma) সাম্প্রতিক কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। এজবাস্টনে টিম হোটেল আইসোলেশন থেকে বেরিয়েছেন তিনি। সূত্রের খবর, এদিন স্থানীয় সময় সকালের দিকে আধঘণ্টার মতো অনুশীলন করেছেন রোহিত শর্মা। এজবাস্টন টেস্ট শুরুর আগে তাঁর জন্য অপেক্ষায় ছিল টিম ইন্ডিয়া। ম্যাচের আগের দিনও রোহিতের রিপোর্ট পজিটিভ আসায় তাঁকে ছিটকে যেতে হয়। লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের সময় কোভিড আক্রান্ত হয়েছিলেন রোহিত। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সেড়ে উঠছিলেন না। অবশেষে এদিন তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। এজবাস্টন টেস্ট শেষে ইংল্যান্ডের (England) বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে।
প্রাথমিক পরিকল্পনা ছিল আয়ারল্যান্ডে খেলা ভারতীয় স্কোয়াড ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ তে খেলবেন। বিরাট কোহলি, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরা এরা সকলেই দ্বিতীয় টি ২০ থেকে খেলবেন। রোহিত যেহেতু টেস্টে খেলতে পারেননি, তাই প্রথম টি ২০ থেকেই পাওয়া যাবে তাঁকে। সাদ বলের সিরিজে নেতৃত্ব দেবেন তিনিই। বোর্ডের তরফে রোহিতকে নেতা করেই প্রথম এবং বাকি দুটি টি ২০ ম্যাচের আলাদা দল গড়া হয়েছে। ৭ জুলাই শুরু হবে টি ২০ সিরিজ। তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু ১২ জুলাই।
টি ২০-র প্রস্তুতিতে ইতিমধ্যেই হার্দিকরা কাউন্টি দলের বিরুদ্ধে ম্যাচ খেলেছেন। কিছুক্ষণ পর নর্দাম্পটনের বিরুদ্ধে একটি টি ২০ প্রস্তুতি ম্যাচ খেলবেন হার্দিকরা। সেই ম্যাচে অবশ্য খেলবেন না রোহিত। তাঁর নেগেটিভ হওয়া কিংবা প্রস্তুতি শুরুর বিষয়ে অবশ্য বোর্ডের তরফে কিছু জানানো হয়নি।