৩০০০ মিটারে নয়া জাতীয় রেকর্ড পারুল চৌধুরির


৩০০০ মিটারে নয়া জাতীয় রেকর্ড পারুল চৌধুরির

Image Credit source: SAI Media Twitter

লস অ্যাঞ্জেলিসে সাউন্ড রানিং মিটে (Sound Running Meet) নয়া জাতীয় রেকর্ড গড়লেন ভারতীয় দৌড়বিদ (Indian Runner) পারুল চৌধুরি (Parul Chaudhary)।

নয়াদিল্লি: লস অ্যাঞ্জেলিসে সাউন্ড রানিং মিটে (Sound Running Meet) নয়া জাতীয় রেকর্ড গড়লেন ভারতীয় দৌড়বিদ (Indian Runner) পারুল চৌধুরি (Parul Chaudhary)। মহিলাদের ৩০০০ মিটার ইভেন্টে নয় মিনিটেরও কম সময়ে শেষ করা দেশের প্রথম অ্যাথলিট হয়েছেন তিনি। পারুল শনিবার রাতে ৮:৫৭.১৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

স্টিপলচেজ বিশেষজ্ঞ পারুল ছয় বছর আগে নয়াদিল্লিতে সূর্য লংনাথনের ৯:০৪.৫ সেকেন্ডের রেকর্ড ভেঙেছিলেন। পারুল লস অ্যাঞ্জেলিসে চলা সাউন্ড রানিং মিটে পঞ্চম স্থানে ছিলেন। কিন্তু শেষ দুই ল্যাপে দুরন্ত পারফরম্যান্সের পর এগিয়ে যান তিনি। এবং শেষ অবধি তিন নম্বরে থেকে শেষ করেন ২৭ বছরের ভারতীয় দৌড়বিদ।

এই খবরটিও পড়ুন



৩০০০ মিটার একটি নন-অলিম্পিক ইভেন্ট। যেখানে ভারতীয় খেলোয়াড়রা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করেন না। সেখানেই ভারতকে নতুন আশা দেখাচ্ছেন পারুল। চলতি মাসে যুক্তরাষ্ট্রের ওরেগন শহরে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেই টুর্নামেন্টের ভারতীয় দলেও জায়গা পেয়েছেন পারুল। তিনি মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে অংশ নেবেন। ওরেগনে হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হবে ১৫ জুলাই থেকে। চলবে ২৪ জুলাই অবধি। উল্লেখ্য, তিনি গত মাসে চেন্নাইতে জাতীয় চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এ বার লস অ্যাঞ্জেলিসেও তৃতীয় স্থানে শেষ করলেন। যার ফলে, বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে পারুলও কিছুটা আত্মবিশ্বাসী থাকবেন।



Leave a Reply