IND vs ENG 5th Test Day 3 Live: এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের ইনিংস দ্রুত গুটিয়ে দেওয়াই লক্ষ্য বুমরা-সামিদের


India vs England 5th Test Day 3 Live Score: এজবাস্টনে আজ পঞ্চম টেস্টের তৃতীয় দিনে মুখোমুখি ভারত-ইংল্যান্ড।

ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট লাইভ

| Edited By: Dipankar Ghoshal


Jul 03, 2022 | 2:28 PM

Key Events

নজরে বুমরা

দ্বিতীয় দিন ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটারকে ফিরিয়েছেন। পাঁচ উইকেট হবে বুমরার?

ইংল্যান্ডের ভরসা বেয়ারস্টো-স্টোকস

স্বপ্নের ফর্মে রয়েছেন জনি বেয়ারস্টো। নিউজিল্যান্ড সিরিজে বিধ্বংসী মেজাজে ছিলেন। ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে এখনও স্বচ্ছন্দ দেখায়নি।

LIVE Cricket Score & Updates

  • 03 Jul 2022 02:26 PM (IST)

    সুপার ক্যাপ্টেন!

    বিরাট কোহলি আর অধিনায়ক নন। তবে নেতা অবশ্যই। টিম ইন্ডিয়ার ফিল্ডিং শুরুর সময় টিম হাডলে অধিনায়ক জসপ্রীত বুমরার পাশাপাশি পেপ টক দেন বিরাট কোহলিও। তাঁর নেতৃত্বেই ইংল্যান্ড সিরিজে ২-১ এগিয়ে ভারত। মাঠেও বেশকিছু ক্ষেত্রে বুমরাকে পরামর্শ দিতে দেখা যায় বিরাটকে। তাহলে কি তাঁকে সুপার ক্যাপ্টেন বলা যায়?

  • 03 Jul 2022 02:11 PM (IST)

    পরিষ্কার আকাশ, আপাতত নির্ধারিত সময়ে খেলা শুরুর প্রত্যাশা

    ম্যাচের প্রথম দুদিন দফায় দফায় বৃষ্টি। তৃতীয় দিন এজবাস্টনের আকাশ আপাতত পরিষ্কার। প্রত্যাশা করাই যায়, নির্ধিরিত সময়েই তৃতীয় দিনের খেলা শুরু হবে।

    EDGBASTON

বার্মিংহাম: বৃষ্টি বারবার বাধা ফেলেছে এজবাস্টন টেস্টে। সেদিক থেকে লাভ হয়েছে ভারতীয় পেসারদেরই। বিরতির পরপরই উইকেট নিয়েছে তাঁরা। ভারতের ৪১৬ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৮৪-৫। অর্ধেক ইংল্যান্ড লাইন আপ প্যাভিলিয়নে। ভারতের লক্ষ্য থাকবে দ্রুত ইংল্যান্ড ইনিংস গুটিয়ে বড় লিড নেওয়া। অন্যদিকে, ইংল্যান্ডের লক্ষ্য থাকবে পার্টনারশিপ গড়া। ইংল্যান্ড শিবিরের সাম্প্রতিক সময়ে সবচেয়ে ছন্দে থাকা জো রুটকে ফিরিয়েছেন ভারতের তরুণ পেসার মহম্মদ সিরাজ। বুকের উচ্চতার ডেলিভারি ভেতরের দিকে, জো রুট শরীর বাঁকিয়ে কাট করার চেষ্টা করেছিলেন। তবে শরীরের এত কাছের ডেলিভারিতে কাট করাই কাল হল। কট বিহাইন্ড হয়ে ফিরেছেন রুট। নাইটওয়াচম্যান হিসেবে পাঠানো হয়েছিল জ্যাক লিচকে। সামির ভয়ঙ্কর স্পেল সামলাতে পারেননি। সামির বোলিংয়ে বিরাট কোহলি ক্যাচ ফসকালেও পরের ওভারেই লিচকে ফেরান সেই সামিই।

Published On – Jul 03,2022 2:03 PM

Leave a Reply