দেখতে দেখতে দীর্ঘ ১২টা বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন ওরা দুজন। ঠিক ১২ বছর আগে, ২০১০ সালের ৪ জুলাই সাক্ষী সিং ধোনির (Sakshi Singh Dhoni) সঙ্গে জীবনের নয়া ইনিংস শুরু করেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। মাহি ও সাক্ষীর বিবাহবার্ষিকীতে (wedding anniversary) সোশ্যাল মিডিয়াজুড়ে তাঁদের সুন্দর ছবির কোলাজ শেয়ার করেছেন তাঁদের ফ্যানেরা। মাহি-সাক্ষীর চোখজুড়ানো কিছু ছবি রইল আপনাদের জন্য…
Jul 04, 2022 | 4:35 PM
Most Read Stories