India vs England: প্রথম সেশনেই জয়, সিরিজ ড্র করল ইংল্যান্ড


জো রুট-বেয়ারস্টো জুটি

Image Credit source: TWITTER

৭ উইকেটের জয়ে সিরিজ ২-২ ড্র করল ইংল্য়ান্ড।

বার্মিংহাম: কোনও পরিকল্পনাই কাজে এল না। জো রুট (Joe Root) এবং জনি বেয়ারস্টো (Jonny Bairstow) জুটি যেন অপ্রতিরোধ্য। এজবাস্টন টেস্টের শেষ দিন আরও ১১৯ রান প্রয়োজন ছিল ইংল্য়ান্ডের। রেকর্ড ৩৭৮ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ১০৭ রান জুড়েছিল ইংল্য়ান্ডের ওপেনিং জুটি। দ্রুত তিন উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়ে ইংল্য়ান্ড। সেখান থেকে জনি বেয়ারস্টো-জো রুটের অবিচ্ছিন্ন ২৬৯ রানের জুটি। দুজনেই শতরান করলেন। বেয়ারস্টো প্রথম ইনিংসেও শতরান করেছিলেন। টানা চারটি শতরান করলেন বেয়ারস্টো। রুট এ বছর পঞ্চম শতরান করলেন। এই সিরিজে ৭০০ রান পেরিয়ে গেলেন জো রুট। কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলি জুটিতে সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারত। ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে নিউজিল্য়ান্ডকে ৩-০ হারানোর পর এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ৭ উইকেটের জয়ে সিরিজ ২-২ ড্র করল ইংল্য়ান্ড।

বিস্তারিত আসছে…

Leave a Reply