Mohun Bagan: মোহনবাগানে এ বার হেরিটেজ লন, ঐতিহাসিক শিল্ডজয়ী সদস্যদের ধাতব মূর্তি


বদলে যাবে মোহনবাগান লনের চিত্র।

পুরনোর সঙ্গে নতুনের মেলবন্ধনে গড়ে তোলা হচ্ছে গোটা তাঁবুর কাজ। ক্লাবের লনে এ বার থাকছে ঐতিহাসিক ১৯১১ আইএফএ শিল্ডজয়ীদের স্ট্যান্ড।

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

নতুন ভাবে সেজে উঠছে মোহনবাগান ক্লাব (MohunBagan)। বদলে যাচ্ছে খোলনলচে। তাঁবুর ভেতরের কাজ আগেই অনেকটা শেষ হয়ে গিয়েছে। এ বার হাত দেওয়া হয়েছে মাঠ আর লনের কাজে। মাঠ সংস্কারের কাজও চলছে জোরকদমে। ২৯ জুলাই মোহনবাগান দিবসের (MohunBagan Day) আগেই কাজ শেষ করার চেষ্টা চলছে। কলকাতা লিগ, ডুরান্ড কাপের ম্যাচও নিজেদের মাঠে খেলতে চায় মোহনবাগান। সেই মতো শুরু হবে অনুশীলনও। শোনা যাচ্ছে ২৫ তারিখ থেকেই অনুশীলন শুরু করে দিতে পারে এটিকে মোহনবাগান।

পুরনোর সঙ্গে নতুনের মেলবন্ধনে গড়ে তোলা হচ্ছে গোটা তাঁবুর কাজ। ক্লাবের লনে এ বার থাকছে ঐতিহাসিক ১৯১১ আইএফএ শিল্ডজয়ীদের স্ট্যান্ড। প্রধান ফটক দিয়ে ঢুকতেই ডান দিকের লনে দেখা যাবে ১৯১১ শিল্ডজয়ী সদস্যদের ধাতব মূর্তি। ইস্ট ইয়র্কশায়ারকে ২-১ গোলে হারিয়ে পরাধীন ভারতে দেশবাসীর মনে স্বাধীনতার বীজ বুনে দিয়েছিলেন শিবদাস ভাদুড়িরা। ঐতিহাসিক শিল্ড নিয়ে অভিলাষ ঘোষদের সেই ছবি মোহনবাগান ক্লাবের গৌরব। সেই আদলেই বানানো হবে শিল্ডজয়ী সদস্যদের ধাতব মূর্তি। এ ছাড়া মোহনবাগান ক্লাবের ঐতিহ্যবাহী আরও বিভিন্ন ইতিহাস তুলে ধরা হবে সেই লনে। তৈরি করা হচ্ছে হেরিটেজ লন। এই পুরো বিষয়টির জন্য একটা আলাদা কমিটিও তৈরি করেছে মোহনবাগান ক্লাব।

অন্য লনটির (তাঁবুতে ঢোকার সময় বাঁদিকের লন) সংস্কারের কাজও শুরু হয়ে গিয়েছে। ওই লনটিকে আরেকটু বাড়ানো হচ্ছে। এ ছাড়া ইডেনের উল্টো দিকে একটা বড় গেট তৈরি করা হয়েছে। বড় অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে যাতে কোনও অসুবিধা না হয়, সেই ভাবেই ওই গেটটা তৈরি করা হচ্ছে।

Leave a Reply