Image Credit source: Twitter
গত ১৮ মাস ধরে ফরাসি টিমকে ক্লাব ফুটবলে সর্বোচ্চ সাফল্য দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়নি পিএসজি।
প্যারিস: ১৮ মাসের সম্পর্ক শেষ হয়ে গেল। মোরিসিও পোচেত্তিনোকে (Mauricio Pochettino) ছাঁটাই করল প্যারিস সাঁজা (PSG) । গত ১৮ মাস ধরে ফরাসি টিমকে ক্লাব ফুটবলে সর্বোচ্চ সাফল্য দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হয়নি পিএসজি। এমনকি, লিওনেল মেসি (Lionel Messi) সহ একঝাঁক তারকা নিয়েও ইউরোপের সেরা ক্লাব হতে পারেনি ফরাসি টিম। শেষ পর্যন্ত আর্জেন্টেনিয়ান কোচকে ছেঁটেই ফেলল পিএসজি। মঙ্গলবার এই সিদ্ধান্ত জানানোর সঙ্গে প্রশ্ন উঠে গেল, তা হলে কে হবেন মেসিদের পরবর্তী কোচ? এখনও পর্যন্ত পিএসজির কোচ হওয়ার লড়াইয়ে দৌড়ে রয়েছেন ফরাসি ক্লাব নিসের কোচ ক্রিস্টোফার গালটিয়ার। তবে আরও বেশ কয়েক জনের নাম রয়েছে তালিকায়।
২০২১ সালের জানুয়ারিতে পিএসজির দায়িত্ব নিয়েছিলেন পোচেত্তিনো। ওই মরসুমেই ফরাসি লিগ চ্যাম্পিয়ন হয়েছিল টিম। সেই সঙ্গে এসেছিল ফ্রেঞ্চ কাপও। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে টিমকে সাফল্য দিতে পারেননি। গত মরসুমেও পাল্টাতে পারেননি পরিস্থিতি। ব্যর্থতাকেই অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে। পিএসজির তরফে এক সরকারি বার্তায় বলা হয়েছে, মোরিসিও পোচেত্তিনোর সঙ্গে সম্পর্ক ছেদ হল। ক্লাব সদ্য প্রাক্তন কোচ ও তাঁর সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানানোর সঙ্গে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানাচ্ছে।
২০১১ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর থেকে কাতারি মালিক নাসির আল খেলাফি চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বপ্নই দেখেছেন। কিন্তু সেই স্বপ্ন এখনও পূরণ হয়নি। ৮বার ফরাসি লিগ চ্যাম্পিয়ন হয়েছে ক্লাব। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগে রানার্স হয়েছিল টিম। গত মরসুম শেষ হওয়ার আগেই পোচেত্তিনোর উপর থেকে ভরসা উঠে গিয়েছিল পিএসজির মালিকের। তাঁর কোচিংয়ে ৮৪টা ম্যাচ খেলে ৫৫টা জিতেছে, ১৫টা ড্র, ১৪টা হার। নিসের কোচ গালটিয়ারের সঙ্গে যে কারণে কথা অনেকটাই সেরে রেখেছেন তিনি।