Rahul Dravid: কোচ রাহুল দ্রাবিড়কে প্রশ্নের মুখে ফেলে দিলেন পাক স্পিনার


Image Credit source: TWITTER

বিদেশে মূলত ব্রাত্যই থাকেন অশ্বিন। রবি শাস্ত্রীর সময়েও দেখা গিয়েছে। রাহুল দ্রাবিড়ও একই সিদ্ধান্ত নিলেন।

করাচি: ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় প্রশ্নের মুখে। তাঁর সিদ্ধান্তকে তুলোধনা করলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। এজবাস্টন টেস্টে অশ্বিন কেন নেই, সেই প্রশ্নই তুললেন এই প্রাক্তন পাক স্পিনার। ইংল্য়ান্ড সফরের আগে কোভিড আক্রান্ত হন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কোহলি, রোহিতদের সঙ্গে ইংল্য়ান্ড যেতে পারেননি তিনি। লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্য়াচ চলাকালীন দলের সঙ্গে যোগ দেন অশ্বিন। প্রস্তুতি ম্য়াচের শেষ দিন বোলিংও করেন। এজবাস্টন টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়েছিলেন, অশ্বিন ফিট এবং খেলার জন্য তৈরি। এক স্পিনারের একাদশ সাজানোয় রবীন্দ্র জাডেজাকে অগ্রাধিকার দেওয়া হয়। অশ্বিনকে বেঞ্চেই কাটাতে হয়েছে।

আইসিসি ক্রমতালিকায় টেস্টে বোলার এবং অলরাউন্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। টেস্ট চ্যাম্পিয়নশিপে অনবদ্য পারফরম্যান্স। কিন্তু বিদেশে মূলত ব্রাত্যই থাকেন অশ্বিন। রবি শাস্ত্রীর সময়েও দেখা গিয়েছে। রাহুল দ্রাবিড়ও একই সিদ্ধান্ত নিলেন। ব্যাটে বলে এই ম্য়াচে ভরসা দিতে ব্যর্থ অলরাউন্ডার শার্দূল ঠাকুর। একাদশ বাছাইয়ে ভুল করার মূল্য চোকাতে হচ্ছে ভারতকে, এমনটাই মনে করছেন কানেরিয়া। অশ্বিন কেন একাদশে নেই এই প্রশ্ন তুলে দানিশ কানেরিয়া বলছেন, ‘জেতার জায়গা থেকে হারের সামনে ভারত। রবিচন্দ্রন অশ্বিন কেন দলে নেই! কে এই সিদ্ধান্ত নিয়েছেন। কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটীয় জীবনে ইংল্য়ান্ডে প্রচুর ম্যাচ খেলেছেন। ইংল্যান্ডের পরিবেশ, পরিস্থিতি, পিচ সম্পর্কে তাঁর প্রচুর জ্ঞান রয়েছে। ইংল্যান্ডে সামারে পিচ শুকনো থাকে। তৃতীয় দিন থেকেই স্পিনাররা সুবিধা পায়। সিম হলে, বল স্পিনও হবে। পিচের আর্দ্রতার জন্যই। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাকে ছাড়া কাউকেই কার্যকর মনে হয়নি।’ সিরিজে ২-১ এগিয়ে ছিল ভারত। যদিও সিরিজ ২-২ করতে আর অল্প রান প্রয়োজন ইংল্য়ান্ডের।

Leave a Reply