ICC Ranking: টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশের বাইরে বিরাট


Image Credit source: TWITTER

এজবাস্টন টেস্টে ভারত হারলেও লড়াই করেছেন ঋষভ পন্থ। তাঁর ১১১ বলে ১৪৬ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৪১৬-র বড় রান করে ভারত। দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান ঋষভের (৫৭) ব্যাটে।

দুবাই : লাগাতার ব্যর্থতা। আইসিসি (ICC) ক্রমতালিকাতেও তার প্রভাব পড়ল। একটা সময় সব ফরম্যাটেই আইসিসি ব্য়াটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে থাকতেন বিরাট কোহলি (Virat Kohli)। গত তিন বছর বিরাটের কেরিয়ার গ্রাফ ক্রমশ নিম্নমুখী। ২০১৯ সালে শেষবার ইডেন গার্ডেন্সে টেস্ট শতরান করেছিলেন বিরাট কোহলি। সেটাই শেষ। এরপর কোনও ফরম্যাটেই তিন অঙ্কের রান আসেনি তাঁর ব্যাটে। ইংল্য়ান্ডের মাটিতে সদ্য সমাপ্ত এজবাস্টন টেস্টেও ব্যর্থ বিরাট। দুই ইনিংসে তাঁর অবদান ১১ এবং ২০। যার ফলে আইসিসি টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম দশ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। তিন ধাপ পিছিয়ে বিরাট এখন ‘আনলাকি থার্টিন’এ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দারুণ উন্নতি উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থের (Rishabh Pant)।

এজবাস্টন টেস্টে ভারত হারলেও লড়াই করেছেন ঋষভ পন্থ। তাঁর ১১১ বলে ১৪৬ রানের সৌজন্যে প্রথম ইনিংসে ৪১৬-র বড় রান করে ভারত। দ্বিতীয় ইনিংসেও অর্ধশতরান ঋষভের (৫৭) ব্যাটে। টেস্ট ক্রিকেটে অনবদ্য ছন্দে রয়েছেন ঋষভ। গত আধ ডজন টেস্টে দুটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছেন ঋষভ। তার পুরস্কার পেলেন আইসিসি ক্রমতালিকাতেও। ছ’ধাপ উন্নতি হল তাঁর। টেস্টে কেরিয়ার সেরা পঞ্চম স্থানে উঠলেন ঋষভ পন্থ। ভারতীয় ব্যাটারদের মধ্যে তিনিই সেরা স্থানে। প্রথম দশে রয়েছেন ভারতের মাত্র দুই ব্যাটার। ঋষভ এবং অধিনায়ক রোহিত শর্মা (নবম)। কোভিড আক্রান্ত হওয়ায় এজবাস্টনে খেলতে পারেননি রোহিত। ভারতীয় ব্যাটারদের মধ্যে ক্রমতালিকায় ৮ ধাপ উঠেছেন রবীন্দ্র জাডেজা (৩৪)। এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে শতরান করেছিলেন জাডেজা।

টেস্ট ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান ধরে রাখলেন ইংল্য়ান্ডের জো রুট। গত দেড় বছর স্বপ্নের ফর্মে রয়েছেন রুট। সম্প্রতি শীর্ষস্থান দখল করেন। এজবাস্টন টেস্টেও শতরান করেছেন রুট। দ্বিতীয় স্থানে থাকা অসি ব্যাটসম্যান মার্নাস লাবুশেনের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিলেন রুট। ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে জো রুট। দ্বিতীয় স্থানে থাকা লাবুশেনের রেটিং পয়েন্ট ৮৭৯।

Leave a Reply