Kai Havertz: সমুদ্দুর প্রেমে কাইয়ের এক চুমুক চুমু


ফ্রেঞ্চ রিভিয়েরায় উপকূলীয় শহর সেন্ট ট্রোপেজ। রোম্যান্টিক হলিডের জন্য আদর্শ। বান্ধবী সোফিয়া ওয়েবারকে নিয়ে সেখানেই বিচ হলিডে-তে গেলেন চেলসি তারকা কাই হাভার্ৎজ। বেড়াতে গিয়ে কী কী করলেন তারকা ফুটবলার, আসুন দেখে নিই।


Jul 06, 2022 | 10:00 AM

| Edited By: Tithimala Maji

Jul 06, 2022 | 10:00 AM




একে তো চোখ জুড়ানো জায়গা। তায় পাশে সুন্দরী বান্ধবী। কাঁহাতক আর নিজেকে আটকে রাখা যায়। ক্যামেরা, আশেপাশের লোকজনের তোয়াক্কা না করেই বান্ধবীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন চেলসি তারকা কাই হাভার্ৎজ। (ছবি: ইনস্টাগ্রাম)

একে তো চোখ জুড়ানো জায়গা। তায় পাশে সুন্দরী বান্ধবী। কাঁহাতক আর নিজেকে আটকে রাখা যায়। ক্যামেরা, আশেপাশের লোকজনের তোয়াক্কা না করেই বান্ধবীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন চেলসি তারকা কাই হাভার্ৎজ। (ছবি: ইনস্টাগ্রাম)

চেলসির প্রি সিজন ট্রেনিংয়ে যোগ দেওয়ার আগে এই লাভবার্ডস কয়েকটা দিন কাটিয়ে এলেন ফ্রেঞ্চ রিভিয়েরায় উপকূলীয় শহর সেন্ট ট্রোপেজে। (ছবি: ইনস্টাগ্রাম)

চেলসির প্রি সিজন ট্রেনিংয়ে যোগ দেওয়ার আগে এই লাভবার্ডস কয়েকটা দিন কাটিয়ে এলেন ফ্রেঞ্চ রিভিয়েরায় উপকূলীয় শহর সেন্ট ট্রোপেজে। (ছবি: ইনস্টাগ্রাম)

দু'জনের পিডিএ মোমেন্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠোঁটে ঠোঁট ডোবানোর পর হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিলেন। (ছবি: ইনস্টাগ্রাম)

দু’জনের পিডিএ মোমেন্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঠোঁটে ঠোঁট ডোবানোর পর হাসিমুখে ক্যামেরার দিকে পোজ দিলেন। (ছবি: ইনস্টাগ্রাম)

হাভার্ৎজ এবং সোফি সমবয়সী। ছোটবেলা থেকে বন্ধুত্ব। বয়স বাড়তেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। ফ্রান্সে বিচ হলিডের আগে এই রোম্যান্টিক কাপল গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। (ছবি: ইনস্টাগ্রাম)

হাভার্ৎজ এবং সোফি সমবয়সী। ছোটবেলা থেকে বন্ধুত্ব। বয়স বাড়তেই বন্ধুত্ব গড়ায় প্রেমে। ফ্রান্সে বিচ হলিডের আগে এই রোম্যান্টিক কাপল গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়। (ছবি: ইনস্টাগ্রাম)

দু'জনের সম্পর্কের বিষয়ে বেশি কিছু জানা যায় না। ইনস্টাগ্রামে সোফির ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। অনুরাগীদের মনোরঞ্জনের জন্য প্রায়ই ছবি, ভিডিয়ো আপলোড করেন। (ছবি: ইনস্টাগ্রাম)

দু’জনের সম্পর্কের বিষয়ে বেশি কিছু জানা যায় না। ইনস্টাগ্রামে সোফির ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। অনুরাগীদের মনোরঞ্জনের জন্য প্রায়ই ছবি, ভিডিয়ো আপলোড করেন। (ছবি: ইনস্টাগ্রাম)






Most Read Stories


Leave a Reply