Image Credit source: TWITTER
পাঁচ সেটের রুদ্ধশ্বাস জয়ে শেষ চারে রাফায়েল নাদাল
লন্ডন: এ বছর জোড়া গ্র্যান্ড স্লাম জয়ী রাফায়েল নাদাল (Rafael Nadal)। উইম্বলডনের (Wimbledon) কোয়ার্টার ফাইনালে উল্টোদিকে বছর ২৪-র টেলর ফ্রিৎজ (Taylor Fritz)। ‘আহত’ নাদাল। বেশ কিছু ক্ষেত্রে সিদ্ধান্তহীনতায় ভুগলেন রাফায়েল নাদাল। মাথা নীচু করে দাঁড়ি রইলেন কয়েক মুহূর্ত, বেশ কয়েকবার। শুরুটা এত কঠিন হয়নি। শেষ ভালো হল। রুদ্ধশ্বাস ম্য়াচ জিতে সেমিফাইনালে রাফায়েল নাদাল। প্রথম সেট। প্রথম গেম। টেলর ফ্রিৎজের সার্ভিস ব্রেক করেন রাফায়েল নাদাল। নিজের সার্ভও ধরে রাখলেন। তৃতীয় গেমে নিজের সার্ভ ধরে রাখেন টেলর। ষষ্ঠ গেম জমিয়ে দিলেন ফ্রিৎজ। নাদালের সার্ভ। ফ্রিৎজ এগিয়ে ৪০-০। সেখান থেকে সমতা ফেরালেও সার্ভ ধরে রাখতে পারলেন না রাফা। নিজের সার্ভ ধরে রেখে ৪-৩ এ এগিয়ে যান টেলর। শুরুতে যতটা সহজ মনে হয়েছিল, ম্য়াচটা তেমন হবে না, সেখানেই পরিষ্কার ইঙ্গিত। পরের গেমে ফের নাদালের সার্ভ ব্রেক করেন ফ্রিৎজ। এগিয়ে যান ৫-৩’এ। টানা ৪টি গেম জিতে ৬-৩ এ প্রথম সেট জেতেন টেলর ফ্রিৎজ।
দ্বিতীয় সেটে ৩-০ এগিয়ে যান নাদাল। কিন্তু দ্রুতই ৩-৪ করেন ফ্রিৎজ। মেডিকাল ব্রেক নিয়ে ফিরে ছন্দ পেতে সময় লাগল নাদালের। এই সুযোগেই ৪-৪ করেন ফ্রিৎজ। এ বছর দুটি পাঁচ সেটের ম্যাচ খেলতে হয়েছিল নাদালকে। দুটিই জিতেছিলেন। এখানেও যে প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হবে সন্দেহ ছিল না। তবে মেডিকাল বিরতি থেকে ৪-৪ থেকে দ্বিতীয় সেট ৭-৫’এ জয়, অনবদ্য। তৃতীয় সেটে ফের খেই হারান রাফা। টেলর ফ্রিৎজ জেতেন ৬-৩’এ। প্রথম চার সেটে দুটি করে জয়। নাদালের সেট দুটির ব্যবধান ৭-৫, ৭-৫। সেখানে ফ্রিৎজের ৬-৩, ৬-৩। পঞ্চম সেটে গ্রান্ড স্লামের অভিজ্ঞতা উজার করে দিলেন রাফায়েল নাদালের। মেজরের মঞ্চে ৩১০ তম ম্যাচ জয়ের খোঁজ। সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করা। জোড়া লক্ষ্যে পঞ্চম সেটের শুরুটা ভাল হয়নি নাদালের। প্রথম তিন গেমে নাদাল পিছিয়ে ১-২। চতুর্থ গেমে নিজের সার্ভিস ধরে রাখলেন। একটি রিটার্ন যেন রকেটের গতিতে। সপ্তম গেমে রুদ্ধশ্বাস লড়াই। স্নায়ুর চাপে জিতলে নাদাল। সার্ভিস ব্রেক করে এগিয়ে গেলেন ৪-৩। কিন্তু সার্ভিস ধরে রাখতে পারলেন না। পঞ্চম সেট যত এগল, নাদালের ভুলের সংখ্যা বাড়ল। ৫-৪ এগিয়ে যান ফ্রিৎজ। নাদালের সার্ভিস ব্রেক করলেই সেমিফাইনাল নিশ্চিত। অনবদ্য ড্রপ শটে সার্ভিস ধরে রাখলেন বহুযুদ্ধের নায়ক রাফা। পরের গেমে সার্ভিস ধরে রেখে ফের ৬-৫ এগিয়ে যান ফ্রিৎজ। সার্ভিস ধরে রেখে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান নাদাল। টাইব্রেকারে নাদাল টানা ৫ পয়েন্ট জেতেন। ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেন ফ্রিৎজ। কিন্তু অভিজ্ঞ নাদালের বিরুদ্ধে পেরে ওঠেননি। গ্র্যান্ড স্লামের মঞ্চে রাফা ৩১০ তম ম্য়াচ জিতলেন ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬ (১০-৪)।