Published by: Anwesha Adhikary | Posted: July 7, 2022 12:00 pm| Updated: July 7, 2022 12:00 pm
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একচল্লিশে পা দিলেন ভারতের দু’বারের বিশ্বজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। আজ ৭ জুলাই, চল্লিশ বছর পূর্ণ করে একচল্লিশে পা দিচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ইংল্যান্ডের মাটিতে ধুমধাম করে জন্মদিন পালন করলেন তাঁর উত্তরসূরি ঋষভ পন্থের সঙ্গে। কেক কাটার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ক্যাপটেন কুলের স্ত্রী সাক্ষী। সেই ভিডিওতে কমেন্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা রণবীর সিং-সহ আরও অনেকে। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিওটি। একচল্লিশ বছরের জন্মদিন (MS Dhoni birthday) উপলক্ষ্যে ৪১ ফুট লম্বা কাট আউট বানিয়ে সেলিব্রেট করেছেন মাহি ভক্তরা।
আর ধোনির জন্মদিন ঘিরে মোটামুটি আবেগের বাঁধ ভেঙেছে সোশ্যাল মিডিয়ায়। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে আমজনতা– সবাই শুভেচ্ছা জানিয়েছেন এমএসডিকে। সুরেশ রায়না (Suresh Raina) টুইট করেছেন, ‘শুভ জন্মদিন, আমার বড় ভাই। জীবনে সব সময় আমি তোমাকে পাশে পেয়েছি। আমার জীবনে তুমি মেন্টরের মতো। সুস্থ থেকো, দারুণ একটা বছর কাটুক তোমার মাহি ভাই।’ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ লিখেছেন, ‘দাদা আমাদের জিততে শিখিয়েছিল। এমএস জেতাটাকে অভ্যেস করে ফেলেছিল। একদিনের তফাতে দুই প্রজন্মের দুই সেরা অধিনায়ক জন্মগ্রহণ করেছিল। ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিল যে দুই অধিনায়ক, তাদের দু’জনকেই শুভেচ্ছা।’
[আরও পড়ুন: ‘এভাবে কেউ ফর্মে ফেরে না’, রোহিত-কোহলিদের লাগাতার বিশ্রাম নিয়ে ক্ষোভ প্রাক্তন ক্রিকেটারের]
ভারতেও মাহির জন্মদিন উপলক্ষ্যে নানারকম সেলিব্রেশন করছেন ভক্তরা। ধোনির ৪১ ফুট লম্বা একটি কাট আউট বানআনো হয়েছে বিজয়ওয়াড়ায়। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের সেই অমর হেলিকপ্টার শট মারার ভঙ্গিতেই বানানো হয়েছে এই কাট আউটটি। ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে সেই কাট আউটের ছবি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেও, ভক্তদের কাছে মাহি ম্যাজিক আজও অমলিন। তবে কিছুদিন আগেই শোনা গিয়েছিল, হাঁটুর চোটে বেশ ভুগছেন ধোনি। তাই আগামী আইপিএলে তাঁকে খেলতে দেখা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছেই। কিন্তু যাই হোক, ধোনির জন্মদিন উদযাপনে কোনও খামতি রাখছে না তাঁর ভক্তরা।
41 feet CUTOUT for 41st bday of MS DHONI #MSDhoni #MSDhonibirthday pic.twitter.com/s3itsv9IJx
— (@_FanOfSSMB) July 5, 2022
[আরও পড়ুন: দুঃসময় অব্যাহত, ৬ বছর বাদে ICC টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকে ছিটকে গেলেন কোহলি]
Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ