জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ


জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ

আগামীকাল এজবাস্টনে জিতলেই টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। অন্যদিকে বাটলাররা চাইবেন সিরিজে সমতা ফেরাতে।

বার্মিংহাম: আগামীকাল এজবাস্টনে জস বাটলারের ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি (T20) ম্যাচে নামতে চলেছে রোহিত শর্মার ভারত। এই মুহূর্তে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে রয়েছে মেন ইন ব্লুরা। এজবাস্টনেই টেস্টে হেরেছিলেন বুমরারা। তবে সেই ম্যাচে হারের ছাপ সীমিত ওভারের সিরিজের প্রথম ম্যাচে দেখা যায়নি রোহিতদের মধ্যে। রোজ বোল ক্রিকেট গ্রাউন্ডে প্রথম টি-২০ ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে মেন ইন ব্লু। বাটলারদের সামনে ১৯৯ রানের বড় টার্গেট দিয়েছিল রোহিতের দল। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নড়বড়ে ছিল ইংল্যান্ড। প্রথম ওভারেই অধিনায়ক জস বাটলারের উইকেট হারিয়ে ফেলে ইংলিশব্রিগেড। শেষ অবধি ৫০ রানের বড় ব্যবধানে হারে ইংল্যান্ড। আগামীকাল জিতলেই টি-২০ সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত। অন্যদিকে বাটলাররা চাইবেন সিরিজে সমতা ফেরাতে। দ্বিতীয় টি-২০-তে কারা করে বাজিমাত, সেই দিকে বিশেষ নজর থাকবে।

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও ইংল্যান্ড মোট ২০ বার মুখোমুখি হয়েছে ক্রিকেটের টি-টোয়েন্টি ফর্ম্যাটে। তার মধ্যে ভারত জিতেছে ১১ বার এবং ইংল্যান্ড জিতেছে ৯ বার।

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি আগামীকাল শুক্রবার (৯ জুলাই) হবে।

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় হচ্ছে?

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি বার্মিংহামের এজবাস্টনে।

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। ম্যাচের আগে ৬টা ৩০ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে সোনি স্পোর্টস চ্যানেলে। মোবাইলে দেখা যাবে সোনি লিভ অ্যাপ্লিকেশনে। পাশাপাশি দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ভারতের ইংল্যান্ড সফরের সীমিত ওভারের সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি ২০-র জন্য ভারতীয় স্কোয়াড —

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, উমরান মালিক।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের টি-২০ সিরিজের স্কোয়াড —

এই খবরটিও পড়ুন



জস বাটলার (অধিনায়ক), মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, ম্যাথু পার্কিনসন, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, ডেভিড উইলি।

Leave a Reply