ভুবির ইনসুইংয়ে কুপোকাত ইংল্যান্ডের ক্যাপ্টেন বাটলার


ভুবির ইনসুইংয়ে কুপোকাত ইংল্যান্ডের ক্যাপ্টেন বাটলার

Bhuvneshwar Kumar: ভারতের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ভুবির প্রথম বলেই একপ্রকার ধরাশায়ী হয়ে সাজঘরে ফেরেন বাটলার।

সাউদাম্পটন: ইওন মর্গ্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজের অধিনায়ক করা হয়েছে জস বাটলারকে (Jos Buttler)। বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে প্রথম বার পূর্ণ সময়ের ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন বাটলার। ক্যাপ্টেন বাটলার প্রথমে টসে হারেন। এর ব্যাট করতে নেমেও ফেরেন খালি হাতে। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলেছিলেন রোহিত শর্মারা। ১৯৯ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই বড়সড় ধাক্কা খায় ইংল্যান্ড (England)। নতুন বল হাতে আসেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আর ভুবির ইনসুইয়ের সামনে আটকে যান ছন্দে থাকা বাটলার। মেন ইন ব্লু-র বিরুদ্ধে নামার আগে আইপিএল-২০২২ এ ৪টি সেঞ্চুরি করেছিলেন বাটলার। এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ান ডে-তে ঝোড়ো সেঞ্চুরিও এসেছিল বাটলারের ব্যাটে। কিন্তু ভুবির ইনসুইংয়ে মাত দিতে পারলেন না বাটলার। ভুবির প্রথম বলেই একপ্রকার ধরাশায়ী হয়ে সাজঘরে ফেরেন বাটলার।

প্রথম ওভারের পঞ্চম বলে ভুবির ইনসুইং সামলাতে পারেননি বাটলার। ফলে ড্রেসিংরুমের পথে হাঁটা দেন ইংলিশ অধিনায়ক। প্রথম ওভারেই স্কোর গিয়ে দাঁড়ায় ৩/১। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত। চার চারটি উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। ২টি করে উইকেট নেন যুজবেন্দ্র চাহাল ও অভিষেক ম্যাচ খেলতে নামা অর্শদীপ সিং। ১টি করে উইকেট ভুবি ও হর্ষল প্যাটেলের। ২ ওভার বল করে কোনও উইকেট পাননি অক্ষর প্যাটেল।

৫০ রানের বড় ব্যবধানে ভারতের কাছে প্রথম টি-টোয়েন্টিতে হেরে গেল ইংল্যান্ড। ম্যাচের শেষে ইংল্যান্ডে অধিনায়ক ভারতীয় বোলারদের এই ম্যাচের জন্য কৃতিত্ব দিয়েছেন। জস বাটলার বলেছেন, “আমরা একেবারেই সব দিক থেকে হেরেছি। ভারত সত্যি দুর্দান্ত বোলিং করেছে। আমরা সেটার সঙ্গে লড়াই করে উঠতে পারেনি। আমি ভেবেছিলাম দ্বিতীয়ার্ধে আমরা ভালো ভাবে ফিরে এসেছি। কিন্তু ওরা একটু এগিয়েই ছিল। ওদের বল শুরু থেকে বেশ ধারাবাহিক ভাবে সুইং করেছে এবং যার ফলে উইকেটও পেয়েছে ওরা।”

এই খবরটিও পড়ুন



তিন ম্যাচের টি-২০ সিরিজে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে ভারত। আগামীকাল, শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামবে ভারত-ইংল্যান্ড।



Leave a Reply