আর্থিক তছরুপের অভিযোগে চাপে চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা, কোহলির বিজ্ঞাপন বন্ধ!


Image Credit source: TWITTER

বিরাট কোহলি এখন ইংল্যান্ড সফরে। এজবাস্টন টেস্টের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ তে বিশ্রাম দেওয়া হয়েছিল একঝাঁক ক্রিকেটারকে। তবে আজ দ্বিতীয় টি ২০ তে অন্যান্যদের সঙ্গে ফিরছেন বিরাট কোহলিও।

নয়াদিল্লি : টিভিতে দেখা যাবে না বিরাট কোহলির (Virat Kohli) বিজ্ঞাপন! সোশ্য়াল মিডিয়াতেও নয়। তার জন্য অবশ্য বিরাট দায়ী নন। চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো প্রবল চাপে। তাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আতসকাচের তলায় এই মোবাইল প্রস্তুতকারী সংস্থা। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সংস্তার বিভিন্ন অফিস এবং তাদের সহযোগী সংস্থার কাগজপত্র খতিয়ে দেখছে কেন্দ্রীয় সংস্থা। নানা ভাবে নিজেদের আড়াল করার চেষ্টার পথ বেছে নিয়েছে মোবাইল প্রস্তুতকারী সংস্থা। সে কারণেই বিরাট কোহলিকে নিয়ে সমস্ত বিজ্ঞাপন সম্প্রচার বন্ধ রাখছে তারা। টেলিভিশনের পাশাপাশি সোশ্য়াল মিডিয়ার ক্ষেত্রেও একই পথ বেছে নিয়েছে তারা।

বিরাট কোহলি এখন ইংল্য়ান্ড সফরে। এজবাস্টন টেস্টের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি ২০ তে বিশ্রাম দেওয়া হয়েছিল একঝাঁক ক্রিকেটারকে। তবে আজ দ্বিতীয় টি ২০ তে অন্যান্যদের সঙ্গে ফিরছেন বিরাট কোহলিও। এজবাস্টনেই ম্য়াচ। গত বছর এপ্রিলে বিরাট কোহলিকে ব্র্য়ান্ড অ্য়াম্বাসাডর করেছিল চিনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভো। তাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের বড় অভিযোগ। ইতিমধ্যেই এই সংস্থার ৪৮টি অফিসে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশা তাদের ২৩ টি সহযোগী সংস্থার অফিসেও হানা দেয়। মোবাইল প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে এক আধিকারিক জানিয়েছেন-‘তদন্ত কোন পথে এগচ্ছে সেটা বুঝতে পারছি না। সেটা বোঝার পরই সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত বিরাট কোহলি যুক্ত রয়েছেন এমন সমস্ত বিজ্ঞাপন এবং প্রোমোশনাল ইভেন্ট বন্ধ রাখা হচ্ছে।’ মোবাইল প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের কারণে, বিরাট কোহলির টিমও এই কোম্পানির বিজ্ঞাপনে বিরাট দেখানোর ক্ষেত্রে অস্বস্তিতে রয়েছে। বিরাটের ভাবমূর্তির কথা ভেবেই তারাও চান না এই সংস্থার বিজ্ঞাপনে বিরাটকে দেখানো হোক।

সম্প্রতি এই মোবাইল প্রস্তুতকারী সংস্থার ১০০টি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মোবাইল সংস্থার হাইকোর্টে গিয়েছে। ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্য়ান্ড ভিভো। এর আগে আপিএলের টাইটেল স্পনসরও ছিল তারা। তাদের বিরুদ্ধে আর্থিক তছরুপের এই অভিযোগ সংস্থার ভাবমূর্তিতে ব্যপক প্রভাব ফেলেছে। ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার এবং ক্রীড়া ব্যক্তিত্ব বিরাট কোহলি। নানা বড় সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন বিরাট। সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে ব্যর্থতার জেরে শিরানামে বিরাট কোহলি। তার মধ্যে নতুন করে অক্রিকেটীয় কারণে খবরের অংশ বিরাট।

Leave a Reply