Image Credit source: Twitter
বিশ্বকাপের পরই অবসর নিতে পারেন একঝাঁক সিনিয়র ক্রিকেটার। সংখ্যাটা নয় নয় করে সাত হতে পারে। সেই তালিকায় কাদের নাম থাকতে পারে?
কলম্বো: আমিরশাহিতে গত বছর প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এই ফর্ম্যাটে অন্যান্য টিমগুলোর পাশাপাশি যে অজিরাও দারুণ পারফর্ম করতে পারেন, গত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করে দিয়েছে অস্ট্রেলিয়া। এ বার ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। কাপ জেতার স্বপ্ন যেমন রয়েছে অজিদের, তেমনই অন্য সম্ভাবনার কথাও উস্কে দিলেন অস্ট্রেলিয়ার (Australia Cricket) টি-টোয়েন্টি ক্যাপ্টেন। বিশ্বকাপের পরই অবসর নিতে পারেন একঝাঁক সিনিয়র ক্রিকেটার। সংখ্যাটা নয় নয় করে সাত হতে পারে। সেই তালিকায় কাদের নাম থাকতে পারে? অ্যারন ফিঞ্চ (Aaron Finch) সহ বেশ কয়েক জনের নাম রয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য পড়ে গিয়েছে। শুধু কি কুড়ি-বিশের ফর্ম্যাট থেকে, নাকি ক্রিকেট থেকেই পুরোপুরি অবসর নেবেন ওই সাত ক্রিকেটার, তা অবশ্য পরিষ্কার নয়।
What went down yesterday ?
The 2022 ICC Men’s #T20WorldCup Trophy Tour, driven by @Nissan, kicked off in style with Friday’s landmark event in Melbourne. pic.twitter.com/HJyBUdUIcd
— T20 World Cup (@T20WorldCup) July 9, 2022
ফিঞ্চ খোদ এক ইন্টারভিউতে বলেছেন, ‘একটা সময় সব কিছুই থেমে যায়। পরিকল্পনা অনুযায়ী যদি সব চলে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমরা বেশ কয়েক জন অবসর নেব। এটা খুব স্বাভাবিক প্রক্রিয়া। মাঝ তিরিশে পৌঁছে গেলে সবাইকেই একদিন না একদিন থামতে হয়। ডেভিড ওয়ার্নার অবশ্য খেলা চালিয়ে যাবে। আমার তো মনে হয় আরও ১০টা বছর ও খেলা চালিয়ে যেতে পারবে। ও কত দিন নিজেকে ফিট রাখতে পারবে, কত দিন খেলাটাকে ভালোবাসতে পারবে, চ্যালেঞ্জ নিতে পারবে, তার উপর অনেক কিছু নির্ভর করবে।’
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, তা খুব ভালো করেই জানেন ফিঞ্চ। কাপ ধরে রাখার জন্য সেই চ্যালেঞ্জ নিতে তৈরি তাঁরা। টি-টোয়েন্টি ফর্ম্যাটে যে কোনও টিম যে কোনও ম্যাচ জিততে পারে, তা খুব ভালো করেই জানেন অজি ক্যাপ্টেন। দক্ষিণ আফ্রিকা যেমন গত বিশ্বকাপে দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত নেট রানরেটে পিছিয়ে পড়েছিল। কোয়ার্টার ফাইনালে আর উঠতে পারেনি প্রোটিয়ারা।
ফিঞ্চ বলছেন, ‘অত্যন্ত কঠিন একটা বিশ্বকাপ খেলতে নামব আমরা। এই ফর্ম্যাটটা যে কতটা চ্যালেঞ্জিং, তা আমরা ভালো করেই জানি। দক্ষিণ আফ্রিকা দারুণ ক্রিকেট খেলা সত্ত্বেও শেষ পর্যন্ত সাফল্য পায়নি। শুধু ভালো খেললেই হয় না, কপালেরও দরকার পড়ে এই ফর্ম্যাটে।’