UEFA Women’s EURO Cup 2022: ডেনমার্কের বিরুদ্ধে প্রথম ম্যাচেই বড় জয় জার্মানির মেয়েদের


ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে মেয়েদের ইউরো কাপে (UEFA Women’s EURO Cup 2022) বড় জয় জার্মানির (Germany)। গ্রুপ বি-তে ডেনমার্ককে (Denmark) প্রথম ম্যাচেই ৪-০ ব্যবধানে হারাল জার্মানি। ড্যানিশদের বিরুদ্ধে চারটি গোল করেন লিনা মাগুল, লিয়া সুলার, লিনা লাতোয়েন এবং আলেজান্দ্রা পোপ।


Jul 09, 2022 | 3:24 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jul 09, 2022 | 3:24 PM




মেয়েদের ইউরো কাপের গ্রুপ-বি-র প্রথম ম্যাচে ডেনমার্ককে ৪ গোলে হারাল জার্মানি।

মেয়েদের ইউরো কাপের গ্রুপ-বি-র প্রথম ম্যাচে ডেনমার্ককে ৪ গোলে হারাল জার্মানি।

ম্যাচের ২১ মিনিটের মাথায় জার্মানির পক্ষ থেকে প্রথম গোলটি করেন লিনা মাগুল (Lina Magull)। ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন তিনি।

ম্যাচের ২১ মিনিটের মাথায় জার্মানির পক্ষ থেকে প্রথম গোলটি করেন লিনা মাগুল (Lina Magull)। ম্যাচের সেরার পুরস্কারটি পেয়েছেন তিনি।

১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মানি। দ্বিতীয়ার্ধে জার্মানির হয়ে ৫৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন লিয়া সুলার (Lea Schüller)।

১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে জার্মানি। দ্বিতীয়ার্ধে জার্মানির হয়ে ৫৭ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন লিয়া সুলার (Lea Schüller)।

ডেনমার্কের বিরুদ্ধে ৭৮ মিনিটে জার্মানির হয়ে তৃতীয় গোল করেন লিনা লাতোয়েন (Lena Lattwein)।

ডেনমার্কের বিরুদ্ধে ৭৮ মিনিটে জার্মানির হয়ে তৃতীয় গোল করেন লিনা লাতোয়েন (Lena Lattwein)।

ম্যাচের ৮৬ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জার্মানির আলেজান্দ্রা পোপ (Alexandra Popp)।

ম্যাচের ৮৬ মিনিটে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন জার্মানির আলেজান্দ্রা পোপ (Alexandra Popp)।






Most Read Stories


Leave a Reply