সোমবার থেকে শুরু কলকাতা লিগ।
ছবি: টুইটার
বয়স ভাঁড়ানো রুখতে এ বার বেশ সচেষ্ট আইএফএ। প্রত্যেক ফুটবলারকে জন্মের সংশাপত্র, আধার কার্ড দেখিয়েই মাঠে নামতে হবে। কোনও ফুটবলারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠলেও তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে মাঠে দুর্ঘটনা রুখতে এ বার বেশ সচেষ্ট আইএফএ। অ্যাম্বুলেন্স পরিষেবা বাড়ানো হয়েছে। মাঠে থাকছে অ্যাম্বু ব্যাগ, ফার্স্ট এইড কিট।
কলকাতা: সোমবার থেকে মাঠে গড়াচ্ছে বল। ২ বছর পর শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগের (Calcutta Football League) অন্যান্য ডিভিশনের খেলা। সোমবার থেকে শুরু পঞ্চম ডিভিশনের খেলা। পঞ্চম ডিভিশনকে গ্রুপ পর্যায়ে ভাগ করা হয়েছে। গ্রুপ এ আর গ্রুপ বি-র খেলা শুরু হচ্ছে সোমবার থেকে। তার জন্য পুরোদমে তৈরি কলকাতা ময়দানও। খোলা মাঠেই হবে পঞ্চম ডিভিশনের খেলা। সেই মতো মাঠগুলিকেও তৈরি রেখেছে আইএফএ (IFA)। ৬ তারিখ থেকে পঞ্চম ডিভিশনের খেলা শুরু হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে যায়। কারণ, এ বার থেকে কলকাতা লিগ বয়সভিত্তিক। অনূর্ধ্ব-১৬ ফুটবলাররা খেলতে পারবেন পঞ্চম ডিভিশনে। রাজ্যের স্কুলগুলিতে পরীক্ষা চলায়, ৬ তারিখ থেকে লিগ শুরু করা যায়নি। কোভিডের কারণে গত ২ বছর কলকাতা লিগের অন্যান্য ডিভিশনের কোনও খেলাই হয়নি। গত বছর প্রিমিয়ার এ-র খেলা হয়েছিল।
বয়স ভাঁড়ানো রুখতে এ বার বেশ সচেষ্ট আইএফএ। প্রত্যেক ফুটবলারকে জন্মের সংশাপত্র, আধার কার্ড দেখিয়েই মাঠে নামতে হবে। কোনও ফুটবলারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠলেও তা খতিয়ে দেখা হবে। একই সঙ্গে মাঠে দুর্ঘটনা রুখতে এ বার বেশ সচেষ্ট আইএফএ। অ্যাম্বুলেন্স পরিষেবা বাড়ানো হয়েছে। মাঠে থাকছে অ্যাম্বু ব্যাগ, ফার্স্ট এইড কিট।
হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই প্রাণ হারানোর নজির রয়েছে বিশ্ব ফুটবলে। দুর্ঘটনা রুখতে কয়েকদিন আগেই রেফারিদের সিপিআর ট্রেনিংয়ের ব্যবস্থা করে আইএফএ। রেফারিদের পাশাপাশি ম্যাচ অফিসিয়ালদেরও সেই ট্রেনিং দেওয়া হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলে সেই প্রশিক্ষণ। এ দিকে কলকাতা লিগের প্রিমিয়ার এ-তে মোহনবাগানের খেলা নিয়ে সংশয় রয়েছে। অগাস্ট থেকে শুরু ডুরান্ড কাপ। সেপ্টেম্বরে রয়েছে এএফসি এশিয়ান কাপের ম্যাচ। মোহনবাগানের বিষয়টি দেখার জন্য দুই সহ সভাপতি স্বরূপ বিশ্বাস আর সৌরভ পালকে বিশেষ দায়িত্ব দিয়েছে আইএফএ। সোম অথবা মঙ্গলবারই এ বিষয়ে মোহনবাগানের সঙ্গে কথা বলবেন আইএফএ-র দুই সহ সভাপতি।
আরও পড়ুন: India vs England: ধাক্কা মেরে দিই? রোহিতকে কেন এমন প্রশ্ন ঋষভের!