India vs England : ট্রেন্টব্রিজে নজরে ভারতের পাঁচ ক্রিকেটার


Image Credit source: TWITTER

তৃতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখা হবে কী না, সেটা বড় প্রশ্ন।

নটিংহাম : এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। এখানেই আসল পরীক্ষা। ম্যাচ জিতলে দলের ভুল ত্রুটি কম ধরা পড়ে। বা বলা ভালো, ভুল ত্রুটিগুলো আড়াল করা যায়। প্রথম ম্য়াচে মূলত আয়ারল্য়ান্ড সিরিজের দল খেলিয়েছিল ভারত (Team India)। দীপক হুডা, অর্শদীপ সিংয়ের মতো তরুণরা ভাল পারফর্ম করলেও জায়গা ছাড়তে হয়েছে সিনিয়রদের। বিশেষ করে ধারাবাহিক পারফর্ম করা দীপক হুডার (Deepak Hooda) বাদ পড়াটা অবাক করার মতোই। পরপর দু ম্যাচে বেশ কিছু রদবদল হলেও জিতেছে ভারত। তৃতীয় ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখা হবে কী না, সেটা বড় প্রশ্ন। বিশ্বকাপের কথা ভেবে পরীক্ষার পথেও যেতে পারে ভারতীয় দল। সুযোগ পেলে একাদশে যাদের দিকে মূলত নজর থাকবে…

রোহিত শর্মা : অধিনায়ক রোহিত শর্মা আন্তর্জাতিক টি ২০-তে টানা ১৪ ম্য়াচ জয়ের নজির গড়েছেন। তবে ব্যাটসম্যান রোহিত শর্মার ফর্ম প্রত্যাশা পূরণে ব্যর্থ। আইপিএলেও ব্য়াট হাতে ভালো পারফর্ম করতে পারেননি। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম দু ম্যাচেই ভাল শুরু করেছিলেন। দেশের হয়ে টি ২০-তে শেষ অর্ধশতরানের ইনিংস খেলেছিলেন ঘরের মাঠে নিউজিল্য়ান্ড সিরিজে। এশিয়ার বাইরে শেষ অর্ধশতরান ২০২০ নিউজিল্যান্ড সফরে।

বিরাট কোহলি : দেশের হয়ে ৯৮টি টি ২০ খেলেছেন। তিন হাজারের বেশি রান, ৩০ টি অর্ধশতরান। তবে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাননি বিরাট কোহলি। দলে তাঁর অস্তিত্ব সঙ্কটে। আন্তর্জাতিক ক্রিকেটে শেষ শতরান এসেছিল ২০১৯’এ। গত টি ২০ বিশ্বকাপের পর দেশের জার্সিতে এই ফরম্যাটে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। এখন প্রতিটা ম্য়াচই বিরাটের পরীক্ষা।

সূর্যকুমার যাদব : যোগ্যতা, দক্ষতা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে চোট থেকে ফেরার পর স্বমেজাজে ফিরতে সময় লাগছে সূর্যর। শেষ পাঁচ আন্তর্জাতিক টি ২০ তে তাঁর স্কোর ৬৫, ০, ১৫, ৩৯, ১৫। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা মজবুত করতে ধারাবাহিকতা প্রয়োজন। গত দুই ম্য়াচে শুরুটা ভাল করেছিলেন।

রবীন্দ্র জাডেজা : দু স্বপ্নের আইপিএল কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভাল ছন্দে রয়েছেন এই অলরাউন্ডার। তবে ব্যাট হাতে তিনি যতটা ছন্দে, বোলিংয়ে নয়। নজরে থাকবে তাঁর বোলিং।

হার্দিক পান্ডিয়া : এবারের আইপিএলে হার্দিক পান্ডিয়ার যেন নতুন সংস্করণ পাওয়া গিয়েছে। জাতীয় দলের জার্সিতে ফিরেও নজর কাড়ছেন। মিডল অর্ডারে ব্যাট হাতে ভরসা দেওয়ার পাশাপাশি নজর থাকবে বোলিংয়ে।

Leave a Reply