Steve Smith: স্মিথ এখন ‘ব্যবসায়ী’, বিলাসবহুল বাড়ি বেচে ৩০ কোটির মুনাফা!


কেউ করেন হোটেল ব্যবসা। কারও আবার রয়েছে রেস্তরাঁ। দেশ-বিদেশের অনেক ক্রিকেটার নিজস্ব ক্লোদিং লেভেল তৈরি করেছেন। কিন্তু রিয়েল এস্টেটের ব্যবসা! নৈব নৈব চ। সেদিকেই হাত পাকাচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ (Steve Smith)। ব্যবসার শুরুতেই ৩০ কোটি টাকার মুনাফা করলেন।


Jul 10, 2022 | 6:30 AM

| Edited By: Tithimala Maji

Jul 10, 2022 | 6:30 AM




বাইশ গজের মুকুটহীন সম্রাট। তবে ক্রিকেটের পাশাপাশি এখন ব্যবসাতেও মনোযোগী স্টিভ স্মিথ। রিয়েল এস্টেট ব্যবসায় হাত পাকাচ্ছেন। আর ময়দানে নেমেই সাফল্য। নিজের সিডনির বিলাসবহুল ম্যানসন বিক্রি করে মুনাফা করলেন ৩০ কোটি টাকার! (ছবি:ইনস্টাগ্রাম)

বাইশ গজের মুকুটহীন সম্রাট। তবে ক্রিকেটের পাশাপাশি এখন ব্যবসাতেও মনোযোগী স্টিভ স্মিথ। রিয়েল এস্টেট ব্যবসায় হাত পাকাচ্ছেন। আর ময়দানে নেমেই সাফল্য। নিজের সিডনির বিলাসবহুল ম্যানসন বিক্রি করে মুনাফা করলেন ৩০ কোটি টাকার! (ছবি:ইনস্টাগ্রাম)

সিডনির কিংস রোডে অবস্থিত ওই বাড়িটি ২০২০ সালে স্মিথ ও তাঁর স্ত্রী দানি উইলস মিলে কিনেছিলেন। তখন দাম ছিল ভারতীয় মুদ্রায় ৩৫ কোটি টাকা। (ছবি:ইনস্টাগ্রাম)

সিডনির কিংস রোডে অবস্থিত ওই বাড়িটি ২০২০ সালে স্মিথ ও তাঁর স্ত্রী দানি উইলস মিলে কিনেছিলেন। তখন দাম ছিল ভারতীয় মুদ্রায় ৩৫ কোটি টাকা। (ছবি:ইনস্টাগ্রাম)

বাড়িটি নিজেদের মতো করেন সাজান স্মিথ দম্পতি। অত্যাধুনিক আসবাবপত্রে আমূল বদলে ফেলা হয়। স্ত্রী ও পোষ্যকে নিয়ে সেখানেই থাকছিলেন। বছর দুয়েক পর বাড়িটি বেচবেন বলে ঠিক করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

বাড়িটি নিজেদের মতো করেন সাজান স্মিথ দম্পতি। অত্যাধুনিক আসবাবপত্রে আমূল বদলে ফেলা হয়। স্ত্রী ও পোষ্যকে নিয়ে সেখানেই থাকছিলেন। বছর দুয়েক পর বাড়িটি বেচবেন বলে ঠিক করেন।(ছবি:ইনস্টাগ্রাম)

সেইমতো নিলাম ডাকা হয়। ৪ জন ক্রেতা নিলামে অংশ নেন। দাম হাঁকানো শুরু হয় $11.5 মিলিয়ন থেকে। স্মিথের বাড়ি বলে কথা। নিলামে দাম ওঠে চড়চড় করে। শেষ পর্যন্ত বাড়িটি বিক্রি হয় ৬৫ কোটি টাকায়। অর্থাৎ দ্বিগুণ দামে। (ছবি:ইনস্টাগ্রাম)

সেইমতো নিলাম ডাকা হয়। ৪ জন ক্রেতা নিলামে অংশ নেন। দাম হাঁকানো শুরু হয় $11.5 মিলিয়ন থেকে। স্মিথের বাড়ি বলে কথা। নিলামে দাম ওঠে চড়চড় করে। শেষ পর্যন্ত বাড়িটি বিক্রি হয় ৬৫ কোটি টাকায়। অর্থাৎ দ্বিগুণ দামে। (ছবি:ইনস্টাগ্রাম)

কী কী রয়েছে এই সিডনি ম্যানসনে? 'ব্যবসায়ী' স্মিথের মোটা অঙ্কের লাভের কথা শুনে জানতে আগ্রহী অনেকেই। বাড়িটি মোট ৭৬৬ বর্গমিটার আয়তনের।  (ছবি:ইনস্টাগ্রাম)

কী কী রয়েছে এই সিডনি ম্যানসনে? ‘ব্যবসায়ী’ স্মিথের মোটা অঙ্কের লাভের কথা শুনে জানতে আগ্রহী অনেকেই। বাড়িটি মোট ৭৬৬ বর্গমিটার আয়তনের। (ছবি:ইনস্টাগ্রাম)

বাড়ির সামনেই সমুদ্র। দরজা খুললেই ঢেউয়ের গর্জন আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। রয়েছে হোম থিয়েটার, ওয়াইন স্টোরেজ হোম ও তাপ নিয়ন্ত্রিত সুইমিং পুল। দোতলায় চারটি বিশাল বেডরুম ও সমসংখ্যক বাথরুম। প্রতিটি ঘরে রয়েছে স্বয়ংক্রিয় দরজা। বাড়িটির মেঝে তাপ নিয়ন্ত্রিত।

বাড়ির সামনেই সমুদ্র। দরজা খুললেই ঢেউয়ের গর্জন আর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। রয়েছে হোম থিয়েটার, ওয়াইন স্টোরেজ হোম ও তাপ নিয়ন্ত্রিত সুইমিং পুল। দোতলায় চারটি বিশাল বেডরুম ও সমসংখ্যক বাথরুম। প্রতিটি ঘরে রয়েছে স্বয়ংক্রিয় দরজা। বাড়িটির মেঝে তাপ নিয়ন্ত্রিত।






Most Read Stories


Leave a Reply