T20 World Cup: মেন ইন ব্লুর, ‘নীল তিমি’! কে জানেন!


Image Credit source: TWITTER

অস্ট্রেলিয়ায় ঋষভ পন্থ অতি জনপ্রিয় মুখ। পারফরম্যান্স এবং স্লেজিং দুই কারণেই।

মেলবোর্ন : সমুদ্র। একটা ছোট বোট। বসে রয়েছেন দাদু-নাতনি। সম্ভবত। বড় মাছের অপেক্ষায়। পুঁচকে মেয়েটি সেই সম্পর্কেই কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল। এমন সময় সুতোয় টান। বয়স্ক লোকটি সামলাতে পারছেন না সেই টান। তাহলে কি নীল তিমি ধরা পড়েছে! হেলিকপ্টারে এক মহিলা সাংবাদিক। কিছু একটা বিষয়ে লাইভ রিপোর্টিং করছিলেন। হাসি মুখে। হঠাৎই তাঁর হাসি মুখ বদলে গেল বিষ্ময়ে। সমুদ্র থেকে উঠে এল, তবে নীল তিমি নয়, ‘নীল জার্সির তিনি।’ গ্লাভস, হেলমেট পরা। হাতে ব্যাট। বিশাল আকৃতি। সমুদ্র থেকে হেঁটে ঢুকে পড়লেন শহরে। ১৭ নম্বর জার্সির পিছনে লেখা ঋষভ। বুঝতে পারছেন তিনি কে! ঋষভ পন্থ। টি ২০ বিশ্বকাপের (T20 World Cup) বাকি আর ১০০ দিনেরও কম। আইসিসি (ICC) তরফে এই নিয়েই একটি প্রোমো তৈরি হয়েছে। যার প্রধান মুখ ঋষভ পন্থ (Rishabh Pant)।

সিডনি হারবারের এই দৃশ্যের পরই স্ক্রিনে লেখা উঠল ‘দিস ইজ বিগ।’ সঙ্গে নীল জার্সিতে ঋষভ পন্থের বেশ কিছু দর্শনীয় শট। একে একে আরও নানা দেশের ক্রিকেটারদের বেশ কিছু ক্লিপিংস। শুরুটা অবশ্যই ঋষভ পন্থকে দিয়ে। বিশ্ব ক্রিকেটে অন্যতম জনপ্রিয় মুখ ঋষভ পন্থ। তাঁর ডাকাবুকো ক্রিকেট দলকে সব ম্য়াচে ভরসা দিতে পারে না। তবে গ্যালারিকে বিনোদন দেয়। টি ২০ বিশ্বকাপের বিজ্ঞাপনে ঋষভের উপস্থিতি নজর কাড়ার মতোই। অস্ট্রেলিয়ায় ঋষভ পন্থ অতি জনপ্রিয় মুখ। পারফরম্য়ান্স এবং স্লেজিং দুই কারণেই। টেস্টেও টি ২০-র শট খেলতে দ্বিধা নেই ঋষভের। অস্ট্রেলায়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক টিম পেইনের সঙ্গে ঋষভের স্লেজিংয়ের স্টাম্প মাইক অডিও বেশ জনপ্রিয় হয়ে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দু দলের ক্রিকেটারদের সঙ্গে পরিচয়ের সময় ঋষভকে মনে রেখেছিলেন স্লেজিংয়ের জন্যও।

এ বছরই প্রথম পুরুষদের টি ২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে অস্ট্রেলিয়া। ২০২০-তে মেয়েদের বিশ্বকাপে দারুণ সাড়া মিলেছিল। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা এবং স্থানীয় আয়োজক সংস্থা লক্ষ্য নিয়েছিল বিশ্বকাপ ফাইনালে অন্তত ৯০ হাজার দর্শক উপস্থিতির। আন্তর্জাতিক নারী দিবসে মেলবোর্ন ক্রিকেট মাঠে সরকারি হিসেবে ৮৬১৭৪ হাজার দর্শক উপস্থিত ছিলেন। পুরুষদের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবার ঘরের মাঠে ট্রফি ধরে রাখার লড়াই। আয়োজন এবং প্রচারের দিক দিয়েও কোনও ফাঁক রাখতে নারাজ।



Leave a Reply