সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্তাসের সঙ্গে ৪ বছরের জন্য নতুন চুক্তিতে সই করলেন পল পোগবা (Paul Pogba)। পুরনো ক্লাব জুভেন্তাস ও তাদের সমর্থকরা স্বাগত জানিয়েছেন পোগবাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ফ্যানেদের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন পোগবা। এক সমর্থক পুরনো ক্লাবের জার্সি এগিয়ে দিলেও তাতে অটোগ্রাফ দেননি তিনি।
Jul 11, 2022 | 8:45 AM
Most Read Stories