প্রাক্তন ক্লাব ম্যান ইউয়ের জার্সিতে অটোগ্রাফ দিলেন না পল পোগবা


সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্তাসের সঙ্গে ৪ বছরের জন্য নতুন চুক্তিতে সই করলেন পল পোগবা (Paul Pogba)। পুরনো ক্লাব জুভেন্তাস ও তাদের সমর্থকরা স্বাগত জানিয়েছেন পোগবাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ফ্যানেদের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন পোগবা। এক সমর্থক পুরনো ক্লাবের জার্সি এগিয়ে দিলেও তাতে অটোগ্রাফ দেননি তিনি।


Jul 11, 2022 | 8:45 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Jul 11, 2022 | 8:45 AM




সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্তাসের সঙ্গে ৪ বছরের জন্য নতুন চুক্তিতে সই করলেন পল পোগবা (Paul Pogba)। পুরনো ক্লাব জুভেন্তাস ও তাদের সমর্থকরা স্বাগত জানিয়েছেন পোগবাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ফ্যানেদের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন পোগবা। এক সমর্থক পুরনো ক্লাবের জার্সি এগিয়ে দিলেও তাতে অটোগ্রাফ দেননি তিনি। (ছবি-জুভেন্তাস এফসি টুইটার)

সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে জুভেন্তাসের সঙ্গে ৪ বছরের জন্য নতুন চুক্তিতে সই করলেন পল পোগবা (Paul Pogba)। পুরনো ক্লাব জুভেন্তাস ও তাদের সমর্থকরা স্বাগত জানিয়েছেন পোগবাকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ফ্যানেদের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন পোগবা। এক সমর্থক পুরনো ক্লাবের জার্সি এগিয়ে দিলেও তাতে অটোগ্রাফ দেননি তিনি। (ছবি-জুভেন্তাস এফসি টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে ঠিক ছয় বছর পর পুরনো দল জুভেন্তাসে ফিরেছেন পল পোগবা। শুধু ফিরেছেনই না, শনিবার তাঁর ডাক্তারি পরীক্ষা হওয়ার পরে তিনি দলের অন্য সদস্যদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। (ছবি-জুভেন্তাস এফসি টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে ঠিক ছয় বছর পর পুরনো দল জুভেন্তাসে ফিরেছেন পল পোগবা। শুধু ফিরেছেনই না, শনিবার তাঁর ডাক্তারি পরীক্ষা হওয়ার পরে তিনি দলের অন্য সদস্যদের সঙ্গে অনুশীলনও শুরু করে দিয়েছেন। (ছবি-জুভেন্তাস এফসি টুইটার)

জুভেন্তাসের কামব্যাকের পর অনুশীলনের ফাঁকে খোশমেজাজে কথা বলতে দেখা গিয়েছে পল পোগবা ও লিওনার্দো বোনুচ্চিকে (Leonardo Bonucci)। (ছবি-পল পোগবা টুইটার)

জুভেন্তাসের কামব্যাকের পর অনুশীলনের ফাঁকে খোশমেজাজে কথা বলতে দেখা গিয়েছে পল পোগবা ও লিওনার্দো বোনুচ্চিকে (Leonardo Bonucci)। (ছবি-পল পোগবা টুইটার)

লিওনার্দো বোনুচ্চির পাশাপাশি ইতালিয়ান তারকা ফুটবলার ম্যানুয়েল লোকেটেলির (Manuel Locatelli) সঙ্গেও হাসিমুখে আলাপচারিতায় দেখা যায় পল পোগবাকে। (ছবি-জুভেন্তাস এফসি টুইটার)

লিওনার্দো বোনুচ্চির পাশাপাশি ইতালিয়ান তারকা ফুটবলার ম্যানুয়েল লোকেটেলির (Manuel Locatelli) সঙ্গেও হাসিমুখে আলাপচারিতায় দেখা যায় পল পোগবাকে। (ছবি-জুভেন্তাস এফসি টুইটার)

ফ্রি এজেন্ট হিসেবে জুভেতে যোগ দিয়েছেন পোগবা। পুরনো ক্লাব জুভেন্তাসের সমর্থকরা ভালো ভাবেই স্বাগত জানিয়েছেন পোগবাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ফ্যানেদের জুভেন্তাসের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন পোগবা। এক সমর্থক পুরনো ক্লাবের জার্সি এগিয়ে দেন সেই সময়। কিন্তু তাতে অটোগ্রাফ দেননি তিনি। (ছবি-টুইটার)

ফ্রি এজেন্ট হিসেবে জুভেতে যোগ দিয়েছেন পোগবা। পুরনো ক্লাব জুভেন্তাসের সমর্থকরা ভালো ভাবেই স্বাগত জানিয়েছেন পোগবাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে ফ্যানেদের জুভেন্তাসের জার্সিতে অটোগ্রাফ দিচ্ছেন পোগবা। এক সমর্থক পুরনো ক্লাবের জার্সি এগিয়ে দেন সেই সময়। কিন্তু তাতে অটোগ্রাফ দেননি তিনি। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply