Bhagwani Devi: চ্যাম্পিয়ন দাদি, বিশ্ব অ্যাথলেটিক্সে জোড়া পদক নবতিপর ভগবানী দেবীর


যে বয়সে হাঁটাচলা করাই দায়, সেই বয়সে অ্যাথলেটিক্সে একের পর এক পদক জিতে চমকে দিচ্ছেন ভগবানী দেবী (94 year old Athlete)। এবার বিশ্ব দরবারেও ছড়িয়ে পড়ল ৯৪ বছরের ভগবানী দেবীর কীর্তি। বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Masters Athletics Championships) জোড়া পদক জিতলেন। তার মধ্যে রয়েছে একটি সোনার পদক।


Jul 11, 2022 | 2:25 PM

| Edited By: Tithimala Maji

Jul 11, 2022 | 2:25 PM




ফিনল্যান্ডে বসেছে ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে ৯৪ বছরের বৃদ্ধা ভারতের ভগবানী দেবী। বয়সকে তুড়ি মেরে জোড়া পদক জিতেছেন তিনি। (ছবি:টুইটার)

ফিনল্যান্ডে বসেছে ওয়ার্ল্ড মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে ৯৪ বছরের বৃদ্ধা ভারতের ভগবানী দেবী। বয়সকে তুড়ি মেরে জোড়া পদক জিতেছেন তিনি। (ছবি:টুইটার)

বয়সভিত্তিক বিভাগে ভগবানী দেবীর প্রথম ইভেন্ট ছিল ১০০ মিটার দৌড়। ২৪.৭৪ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে সোনার পদক জিতে চমকে দেন।(ছবি:টুইটার)

বয়সভিত্তিক বিভাগে ভগবানী দেবীর প্রথম ইভেন্ট ছিল ১০০ মিটার দৌড়। ২৪.৭৪ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে সোনার পদক জিতে চমকে দেন।(ছবি:টুইটার)

ভগবানী দেবীর কৃতিত্ব ইনস্টা স্টোরিতে শেয়ার করে শুভেচ্ছা জানান বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।(ছবি:টুইটার)

ভগবানী দেবীর কৃতিত্ব ইনস্টা স্টোরিতে শেয়ার করে শুভেচ্ছা জানান বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।(ছবি:টুইটার)

এখানেই থেমে থাকেননি ভগবানী দেবী। শট পুটে অংশ নিয়ে পদক জেতেন ৯৪ বছর বয়সী এই বৃদ্ধা অ্যাথলিট। শট পুটে ব্রোঞ্জ জেতেন তিনি।(ছবি:টুইটার)

এখানেই থেমে থাকেননি ভগবানী দেবী। শট পুটে অংশ নিয়ে পদক জেতেন ৯৪ বছর বয়সী এই বৃদ্ধা অ্যাথলিট। শট পুটে ব্রোঞ্জ জেতেন তিনি।(ছবি:টুইটার)

চলতি বছরে চেন্নাইয়ে অনুষ্ঠিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনটি মেডেল জেতেন ভগবানী দেবী। সেই সাফল্যের কারণে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ পান।(ছবি:টুইটার)

চলতি বছরে চেন্নাইয়ে অনুষ্ঠিত জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনটি মেডেল জেতেন ভগবানী দেবী। সেই সাফল্যের কারণে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করার সুযোগ পান।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply