Image Credit source: TWITTER
এবি ডিভিলিয়ার্স মাঠের সবদিকেই শট খেলতেন। তাঁকে মিস্টার ৩৬০ ডাকা হয়। সূর্য-র ক্ষেত্রেও কি এমন বিশেষণ ব্যবহার করা যাবে ভবিষ্যতে?
নটিংহাম: বিশাল লক্ষ্য। গত দু ম্য়াচের নিরিখে অবশ্যই। ইংল্য়ান্ডকে ক্লিন সুইপ করতে হলে, ট্রেন্ট ব্রিজে ২১৬ রান তাড় করে জিততে হত ভারতকে (Team India)। এর জন্য প্রয়োজন ছিল শুরুতে বড় পার্টনারশিপ। যদিও সেটা হয়নি। মাত্র ৩১ রানে ৩ উইকেট হারায় ভারত। তিনটিই মহামূল্যবাণ উইকেট। ঋষভ পন্থ, বিরাট কোহলি এবং রোহিত শর্মা (Rohit Sharma)। এমন পরিস্থিতিতে অনবদ্য একটা ইনিংসে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন সুর্যকুমার যাদব (Suryakumar Yadav)। চতুর্থ উইকেটে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৬২ বলে ১১৯ রানের জুটি গড়েন। এই জুটিতে সূর্যের অবদান ৩৯ বলে ৮৬! পঞ্চম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি ২০তে শতরান করেন। মাঠের কোনদিকে শট খেলেননি সূর্য! খুঁজে দেখতে হবে। যদিও ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ১৯ তম ওভারে ৫৫ বলে ১১৭ রানের ইনিংস খেলে ফেরেন সূর্য। ১৪ টি বাউন্ডারি এবং আধ ডজন ওভার বাউন্ডারি মারেন স্কাই। সূর্যর ইনিংস নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা।
দল ১৭ রানে হারলেও সূর্যর ইনিংস মূল্যবাণ। সাংবাদিক সম্মেলনে স্বীকারও করে নিলেন। অধিনায়ককে সবচেয়ে মুদ্ধ করেছে স্কাইয়ের সবদিকে শট খেলার দক্ষতা। সাংবাদিক সম্মেলনে রোহিত বলেন, ‘টি ২০ ক্রিকেটে আমার দেখা অন্যতম সেরা ইনিংস। এত বড় রান তাড়া করতে নেমে, এভাবে ব্যাটিং করা, এটাই প্রমাণ করে ও কত ভালো ব্যাটসম্যান। সত্যি বলতে, দ্রুত তিন উইকেট হারানোয়, আমরা একটা পার্টনারশিপ চাইছিলাম। ও প্রায় নিখুঁত একটা ইনিংস খেলেছে। আমি নিশ্চিত, ও নিজেও হতাশ ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়তে না পারায়। তবে এমন সুন্দর ইনিংস সবসময় দেখার সুযোগ পাওয়া যায় না। মাঠের সবদিকেই শট খেলেছে, ফিল্ডারদের অস্বস্তিতে ফেলেছে। এটি খুবই মূল্যবাণ দক্ষতা ব্য়াটসম্য়ানদের ক্ষেত্রে। সকলের থাকে না। ওর মতো ব্য়াটসম্য়ান থাকাটা দলের জন্য খুবই ভালো দিক।’
? We are witnessing a quite remarkable innings.#ENGvIND pic.twitter.com/dtEZGSX6Ez
— Nottinghamshire CCC (@TrentBridge) July 10, 2022
ইনসাইড আউট, হাফ হেলিকপ্টার শট, পিক আপ শট। বৈচিত্রের অভাব ছিল না সূর্যর ইনিংসে। তবে সবচেয়ে বেশি মুগ্ধ কর, পেসারের বলে প্যাডল ব়্যাম্প শট। সূর্য ব্যাটে বল না লাগাতে পারলে নিশ্চিত উইকেট ছিটকে যেত। সেই শটেই বাউন্ডারি মেরেছেন। এবি ডিভিলিয়ার্স মাঠের সবদিকেই শট খেলতেন। তাঁকে মিস্টার ৩৬০ ডাকা হয়। সূর্য-র ক্ষেত্রেও কি এমন বিশেষণ ব্যবহার করা যাবে ভবিষ্যতে?