আজ ভারতের প্রাক্তন তারকা পেসার মুনাফ প্যাটেলের (Munaf Patel) ৩৯তম জন্মদিন। ২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন মুনাফ প্যাটেল। দরিদ্র পরিবার থেকে উঠে আসা মুনাফের। গুজরাতের ইকহারে তাঁর জন্ম। মুনাফের বাবা ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে। তাঁর বাবা দিনমজুরের কাজ করতেন। দৈনিক ৩৫ টাকার একটা সময় মুনাফও এক টাইলস ফ্যাক্টরিতে কাজ করেছেন। ভাগ্যের কী পরিহাস! সেখান থেকে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যও হয়েছিলেন তিনি।
Jul 12, 2022 | 9:45 AM
Most Read Stories