নরওয়ের মেয়েদের ৮-০ গোলে দুরমুশ, ইউরোর শেষ আটে থ্রি লায়ন্সরা


ইউরোর মঞ্চে সিংহীদের গর্জন। মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল ইংল্যান্ড। প্রতিপক্ষ নরওয়েকে আট গোলের মালা পরিয়েছে ইংল্যান্ড মেয়েরা।


Jul 12, 2022 | 7:46 PM

| Edited By: Tithimala Maji

Jul 12, 2022 | 7:46 PM




ইউরোর মঞ্চে সিংহীদের গর্জন। মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল ইংল্যান্ড। প্রতিপক্ষ নরওয়েকে আট গোলের মালা পরিয়েছে ইংল্যান্ড মেয়েরা। (ছবি: টুইটার)

ইউরোর মঞ্চে সিংহীদের গর্জন। মেয়েদের ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল ইংল্যান্ড। প্রতিপক্ষ নরওয়েকে আট গোলের মালা পরিয়েছে ইংল্যান্ড মেয়েরা। (ছবি: টুইটার)

প্রথম ৪০ মিনিটে পাঁচটি গোল। ফালমার স্টেডিয়ামের মাঠে ম্যাচের প্রথম থেকেই গোলের উৎসব শুরু করে থ্রি লায়ন্সরা। (ছবি: টুইটার)

প্রথম ৪০ মিনিটে পাঁচটি গোল। ফালমার স্টেডিয়ামের মাঠে ম্যাচের প্রথম থেকেই গোলের উৎসব শুরু করে থ্রি লায়ন্সরা। (ছবি: টুইটার)

২৮ হাজার দর্শক সমাগমে ইউরোর মঞ্চে রেকর্ড ইংল্যান্ডের মেয়েদের। বেথ মেড করলেন হ্যাটট্রিক।(ছবি: টুইটার)

২৮ হাজার দর্শক সমাগমে ইউরোর মঞ্চে রেকর্ড ইংল্যান্ডের মেয়েদের। বেথ মেড করলেন হ্যাটট্রিক।(ছবি: টুইটার)

জোড়া গোল করেন এলেন হোয়াইট। গোলের পর উচ্ছ্বাসে মাতলেন তিনি। থ্রি লায়ন্সদের পারফরম্যান্সে হতোদ্যম হয়ে পড়ে নরওয়ে। (ছবি: টুইটার)

জোড়া গোল করেন এলেন হোয়াইট। গোলের পর উচ্ছ্বাসে মাতলেন তিনি। থ্রি লায়ন্সদের পারফরম্যান্সে হতোদ্যম হয়ে পড়ে নরওয়ে। (ছবি: টুইটার)






Most Read Stories


Leave a Reply