East Bengal: নতুন কোম্পানি গঠনের জন্য ইমামিকে এনওসি পাঠচ্ছে ক্লাব


দীর্ঘমেয়াদি চুক্তির পথে ইমামি-ইস্টবেঙ্গল

দলগঠনের কাজকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে যেতে চাইছেন ক্লাব কর্তারা

কলকাতা: ইস্টবেঙ্গল-ইমামি চুক্তি প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গেল। নতুন কোম্পানি গঠনের জন্য এনওসি পাঠিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। নতুন কোম্পানি গঠনের জন্য ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে এনওসির প্রয়োজন ছিল। সেই ছাড়পত্র মঙ্গলবার রাতেই পাঠিয়ে দিচ্ছে ক্লাব। গত শুক্রবার ক্লাবের কাছে এনওসি চেয়েছিল বিনিয়োগকারী সংস্থা। মঙ্গলবার কার্যকরী কমিটির বৈঠকে সেই সিদ্ধান্ত পাশ করল ইস্টবেঙ্গল। সূত্রের খবর নতুন কোম্পানিতে ক্লাবের ২ জন প্রতিনিধি থাকতে পারেন। বাকি ৮ প্রতিনিধি থাকছে ইনভেস্টরের।

চূড়ান্ত চুক্তিপত্রে সই এখনও বাকি। এরপর রয়েছে দলগঠন। কত দ্রুত তা এগনো যায় সে বিষয়ে বুধবারই লগ্নিকারী সংস্থার কর্তাদের সঙ্গে একদফা আলোচনা করবে ক্লাব। হাতে সময় একেবারে কম। তাই দ্রুত সব কিছু মিটিয়ে ফেলতে উদ্যোগী ক্লাব। ইমামির অন্যতম কর্তা আদিত্য আগারওয়াল পরিবারের সঙ্গে ছুটি কাটাতে ইতালিতে আছেন। তিনি ফিরলেই হয়তো চূড়ান্ত চুক্তিপত্রে সই সম্পন্ন হয়ে যাবে। ইস্টবেঙ্গল কর্তারাও আশাবাদী দ্রুত সব কাজ এগোবে। দলগঠনের কাজকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিতে যেতে চাইছেন ক্লাব কর্তারা। চুক্তিপত্র নিয়ে দুই তরফের মধ্যে আর কোনও অসুবিধা নেই বলেই জানাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তা। নাম পরিবর্তনের জন‌্য সাতদিন সময় লাগতে পারে বলে মনে করছেন লাল-হলুদের শীর্ষকর্তা।

২০ তারিখ থেকে কলকাতা লিগ শুরু করার কথা ভাবছে আইএফএ। ১৬ অগাস্ট থেকে শুরু ডুরান্ড কাপ। এখনও দলগঠন না হলেও কলকাতা লিগে খেলার ব্যাপারে অবশ্য আশাবাদী ইস্টবেঙ্গল ক্লাব। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, ‘আমরা সব টুর্নামেন্ট খেলব। কলকাতা লিগ অবশ্যই খেলব। এর জন্য আইএফএ-র কাছেও কিছুটা সময় চাইব।’

কোভিডের কারণে গত দু’বছর ইস্টবেঙ্গল দিবস জাঁকজমক ভাবে পালিত হয়নি। এ বছর ইস্টবেঙ্গলের তরফ থেকে জীবনকৃতি সম্মান দেওয়া হচ্ছে দুই প্রাক্তন ফুটবলার গৌতম সরকার আর স্বপন সেনগুপ্তকে।

Leave a Reply