Image Credit source: Twitter
ফর্ম নিয়ে বিতর্কের আবহে বিরাট কোহলি। দেশের প্রাক্তন ক্রিকেটাররা কোহলির পক্ষে বিপক্ষে কথা বলছেন। তাতে বিষয়টি আরও ঘোরালো হয়ে উঠেছে। শোনা গিয়েছে, চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০তে খেলতে পারবেন না বিরাট। এই বিপদের দিনে কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তন জাতীয় নির্বাচক শরণদীপ সিং।
মুম্বই: ফর্ম নিয়ে যুঝছেন অনেকদিন ধরে। টি-২০ ফরম্যাটে জাতীয় দলে বিরাট কোহলির (Virat Kohli) জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে বেশ কিছুদিন। আগুনে ঘি ঢেলেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিলদেব। রবিচন্দ্রন অশ্বিন বাদ পড়লে বিরাট কেন নয়? জাতীয় নির্বাচকদের ঠুকে মন্তব্য করেছিলেন কপিল (Kapil Dev)। দেশের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদের প্রশ্ন, অতীতে সৌরভ, সেওয়াগ, যুবরাজ, জাহির, ভাজ্জি, সকলেই বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে তবেই দলে জায়গা পেয়েছেন। তা হলে এক যাত্রায় পৃথক ফল কেন? নিয়ম কানুন কি সব বদলে গেল? সরাসরি নাম না নিলেও তারকা ক্রিকেটারদের জন্য দেশের প্রতিভাবান মুখগুলি সুযোগ পাচ্ছে না বলে তোপ দাগেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অনিশ্চিত বিরাট। শোনা গিয়েছে, চোট পেয়েছেন তিনি। বিতর্কের মধ্যে বিরাটের এই রহস্যময় চোট অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিতর্কের মধ্যমণিতে থাকা প্রাক্তন অধিনায়ক অবশ্য পাশে পেলেন প্রাক্তন জাতীয় নির্বাচক শরণদীপ সিংকে (Sarandeep Singh)।
বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। তাঁর ব্যাটে দেশের কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙবে, সেই স্বপ্ন দেখতেন অনুরাগীরা। বিগত কয়েক বছর ধরে কোহলির ফর্ম সেই স্বপ্নে জল ঢেলেছে। বিরাট ফ্যানরা হতাশ। কপিলদেবের মতো দেশের কিংবদন্তি ক্রিকেট ব্যক্তিত্বরাও ভরসা হারাচ্ছেন। তবে কপিলের মন্তব্যের একেবারে উল্টোপথে হাঁটলেন প্রাক্তন জাতীয় নির্বাচক শরণদীপ সিং। অতীতেও বিরাটের হয়ে বিভিন্ন সময় সওয়াল করেছেন শরণদীপ। এবার বিরাট সমালোচকদের একহাত নিয়ে বলে দিলেন, বিরাট কোহলির একার বিশ্বকাপ জেতানোর ক্ষমতা রয়েছে।
৪২ বছরের প্রাক্তন ক্রিকেটার বলছেন, “বিরাটের ব্যাটিংয়ে কোথায় গলদ রয়েছে তা বোঝার চেষ্টা করছেন নির্বাচকরা। ওকে টিম থেকে বাদ দেওয়া মোটও উচিত নয়। বিরাটের ক্ষমতা এবং প্রতিভা সম্পর্কে সকলেই অবগত। একার হাতে বিশ্বকাপ জেতানোর ক্ষমতা রাখে।” তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কোহলিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। বললেন, “কেন ওকে বিশ্রাম দেওয়া হচ্ছে। দল নির্বাচনে কী অযৌক্তিক উপায়? একটা সিরিজ খেলানোর পর বিশ্রাম দেওয়া হচ্ছে। ওকে খেলার মধ্যে রাখা উচিত। তবেই ফর্ম ফিরে পাবে।”