Image Credit source: Twitter
শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানের মধ্যে ক্রিকেট মাঠে বড় চমক। অস্ট্রেলিয়ানদের দ্বিতীয় টেস্টে ইনিংসে হারিয়েছে শ্রীলঙ্কা। লঙ্কানদের এই জয়ে জোর ঝটকা ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে (ICC World Test Championship Points Table) অবনতি হল রোহিতদের।
দুবাই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে লাগাতার ভারতীয় দলের অবনতি। চলতি মাসের প্রথমদিকে এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গিয়েছিল রোহিতরা। সোমবার অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টে দুরমুশ করেছেন করুণারত্নেরা। দুই ইনিংস মিলিয়ে ১২টি উইকেট নিয়ে স্মিথ, ওয়ার্নারদের দুর্গ ভেঙে দেন প্রথম ম্যাচ খেলতে নামা প্রভাত জয়সূর্য। ঐতিহাসিক এই টেস্ট জয়ের পর ভারতকে সমস্যায় ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। পয়েন্ট টেবিলের ফেরবদলে একধাপ নীচে নেমে গিয়েছে ভারত। চতুর্থ স্থান থেকে ভারত নেমে গিয়েছে পঞ্চমে। টেস্ট হারে ক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ারও। প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে প্যাট কামিন্সরা। টেবিলের ফার্স্ট বয় দক্ষিণ আফ্রিকা। মাঝখান থেকে অজিদের বিরুদ্ধে সিরিজ ড্র করে শ্রীলঙ্কা ঢুকে পড়েছে তৃতীয় স্থানে। এখনও রোহিতদের একধাপ আগে রয়েছে পাকিস্তান।
গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের খেতাব জয়ের মুখ কাছে গিয়েও ফিরতে হয়। ক্রিকেটের বড় মঞ্চে বেশ কয়েকবছর ধরে ভারতীয় দলের বড় বাধা নিউজিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়ের স্বপ্ন কেড়ে নিয়েছিলেন কেন উইলিয়ামসনরা। আর এবার পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে ফাইনালে পা রাখা দুষ্কর মনে হচ্ছে বিরাটদের। টেবিলের প্রথম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ৭টি টেস্টের মধ্যে ৫টিতে জয় হাসিল করে শীর্ষ স্থান দখল করেছে। অন্যদিকে ১০টির মধ্যে ৬টি টেস্টে জিতে দ্বিতীয় স্থানে অজিরা।
Sri Lanka jump to number 3 in the latest ICC World Test Championship Standings after defeating Australia by an innings and 39 runs in the #SLvAUS 2nd Test ? pic.twitter.com/kt3gVCa5eW
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) July 11, 2022
এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট সিস্টেমের সামান্য অদল বদল করেছে আইসিসি। ম্যাচ জিতলে দেওয়া হবে ১২ পয়েন্ট। টাই হলে ৬, ড্র হলে ৪। পার্সেন্টেজের হিসেবে পয়েন্ট ধরলে জেতার জন্য ১০০, টাই হলে ৫০, ম্যাচ ড্র-এর ক্ষেত্রে ৩৩.৩৩ পয়েন্ট মিলবে। তালিকার কোন টিম কোন পজিশনে থাকবে তা পার্সেন্টেজ অফ পয়েন্টের হিসেবে ধরা হচ্ছে। পঞ্চম স্থানে থাকা ভারতের পয়েন্ট ৭৫। পয়েন্ট পার্সেন্টেজ ৫২.০৮।
Sri Lanka’s win against Australia in the second Test has resulted in plenty of movement in the #WTC23 standings.
More ➡️ https://t.co/0fsi3Wt3O2 pic.twitter.com/Ej3XHH0nNp
— ICC (@ICC) July 12, 2022