Image Credit source: Twitter
বৃহস্পতিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচ (India vs England)। ক্রিকেটের মক্কায় প্রথম একাদশে কি ফিরছেন কোহলি? তাঁর চোটের অবস্থা কোন পর্যায়ে? অনুরাগীদের এই লাখ টাকার প্রশ্নের ইঙ্গিত কিছুটা মিলেছে।
লন্ডন: ফর্ম নিয়ে বিতর্কের মধ্যেই চোটের কবলে পড়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। চূড়ান্ত খারাপ ফর্মে চলা প্রাক্তন অধিনায়ক কেনিংটন ওভালে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে পারেননি কুঁচকির চোটের কারণে। যদিও দলের সেরা ব্যাটারের অভাব বুঝতে দেননি রোহিত শর্মা, শিখর ধাওয়ানরা। জসপ্রীত বুমরার আগুনে বোলিংয়ের পর রোহিত-ধাওয়ানের ব্যাটে ম্যাচ ১০ উইকেটে পকেটে পোরে ভারত। বৃহস্পতিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় ম্যাচ (India vs England)। ক্রিকেটের মক্কায় প্রথম একাদশে কি ফিরছেন কোহলি? তাঁর চোটের অবস্থা কোন পর্যায়ে? অনুরাগীদের এই লাখ টাকার প্রশ্নের ইঙ্গিত কিছুটা মিলেছে। বিসিসিআই (BCCI) সূত্র জানাচ্ছে, বিরাটের চোট সারতে এখনও সময় লাগবে। তাই বৃহস্পতিবার লর্ডসে তাঁর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
প্রথম ম্যাচে ইংরেজদের দুরমুশ করা হয়েছে। সিরিজ জিততে হলে এখনও একটি ম্যাচ জয়ের প্রয়োজন। প্রতিপক্ষ যখন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড তখন সতর্ক হয়েই মাঠে নামতে হবে রোহিতদের। সিরিজ জিততে হলে লর্ডসে জয়ের প্রয়োজন। ঘরের মাঠে বেন স্টোকস, জস বাটলাররা প্রত্যাঘাত করতে ছাড়বেন না। যতই অফ ফর্ম চলুক, বিরাটের মতো অভিজ্ঞ ব্যাটার দলে থাকা মানে প্রতিপক্ষকে নিশ্চিতভাবে চাপে রাখা। যদিও কুঁচকির চোট সেই পরিকল্পনায় জল ঢেলেছে। বোর্ডের এক সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে, বিরাট কোহলির চোট সারতে এখনও সময় লাগবে। তাই এখনই মাঠে নামতে পারছেন না তিনি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে তাঁর দলে ফেরার সম্ভাবনা কম।
কোহলির ফর্ম নিয়ে বিতর্ক থামার নাম নেই। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট অনুরাগীদের আলোচনা, সমালোচনার শেষ নেই। টি-২০ বিশ্বকাপের দলে কোহলি জায়গা পাওয়া উচিত কি না, এই প্রশ্নে দ্বিধাবিভক্ত ক্রিকেট বিশ্ব। কপিল দেব, সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেওয়াগ, ভেঙ্কটেশ প্রসাদের মতো প্রাক্তনীদের এই বিষয়ে পক্ষে, বিপক্ষে মতামত তর্কে আরও ঘি ঢেলেছে। কেউ বলছেন, রবিচন্দ্রন অশ্বিন বাদ পড়লে কোহলি কেন নয়? কারও মতে, অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায়, অনিল কুম্বলে, হরভজন সিংরাও দল থেকে বাদ পড়েছেন। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে দেলে প্রত্যাবর্তনের জায়গা তৈরি করেছিলেন। বর্তমানে সেই নিয়ম কেন মানা হচ্ছে না। ফর্মে থাকা দীপক হুডাকে বসিয়ে কোহলিকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। জাতীয় দলে খেলার মাপকাঠি তারকা ইমেজ না হয়ে পারফরম্যান্স হোক। বলছেন তাঁরা। এই বির্তর্কের মাঝে কোহলির চোট পাওয়া সন্দেহের চোখে দেখছেন অনেকেই। আদৌ চোট পেয়েছেন নাকি লাগাতার সমালোচনার মুখে পড়ে বিরাটকে ওডিআই দল থেকে বাদ দেওয়ার নয়া পন্থা? প্রশ্ন তাঁদের।