Dutee Chand Marriage: ঘর বাঁধতে চলেছেন দ্যুতি, সঙ্গিনীকে বিয়ে পরিকল্পনা ছকভাঙা মেয়ের


সমলিঙ্গে প্রেম করছেন। বছর দুয়েক আগে বুক চিতিয়ে স্বীকার করেন দেশের তারকা স্প্রিন্টার দ্যুতি চাঁদ (Dutee Chand)। অতীতে কোনও ভারতীয় অ্যাথলিটের এই সাহস হয়নি। সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন দ্যুতি। কমনওয়েলথ গেমসের পাশাপাশি মাথায় এখন তাঁর বিয়ের পরিকল্পনা।


Jul 13, 2022 | 8:45 AM

| Edited By: Tithimala Maji

Jul 13, 2022 | 8:45 AM




সমলিঙ্গে প্রেম করছেন। বছর দুয়েক আগে বুক চিতিয়ে স্বীকার করেন দেশের তারকা স্প্রিন্টার দ্যুতি চাঁদ (Dutee Chand)। অতীতে কোনও ভারতীয় অ্যাথলিটের এই সাহস হয়নি। সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন দ্যুতি। কমনওয়েলথ গেমসের পাশাপাশি মাথায় এখন তাঁর বিয়ের পরিকল্পনা। (ছবি: ইনস্টাগ্রাম)

সমলিঙ্গে প্রেম করছেন। বছর দুয়েক আগে বুক চিতিয়ে স্বীকার করেন দেশের তারকা স্প্রিন্টার দ্যুতি চাঁদ (Dutee Chand)। অতীতে কোনও ভারতীয় অ্যাথলিটের এই সাহস হয়নি। সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন দ্যুতি। কমনওয়েলথ গেমসের পাশাপাশি মাথায় এখন তাঁর বিয়ের পরিকল্পনা। (ছবি: ইনস্টাগ্রাম)

অনূর্ধ্ব-১৮ বিভাগে ১০০ মিটারে তৎকালীন চ্যাম্পিয়ন। এশিয়াডে জোড়া পদকজয়ী। ভুবনেশ্বরের নিম্নবিত্ত পরিবারের মেয়েটি ছোটো থেকেই ছকভাঙা। ভারী গলা ও পুরুষালি হাবভাবের জন্য 'ছেলে' বলে খ্যাপাত লোকজন। পাত্তা দিতেন না দ্যুতি।(ছবি: ইনস্টাগ্রাম)

অনূর্ধ্ব-১৮ বিভাগে ১০০ মিটারে তৎকালীন চ্যাম্পিয়ন। এশিয়াডে জোড়া পদকজয়ী। ভুবনেশ্বরের নিম্নবিত্ত পরিবারের মেয়েটি ছোটো থেকেই ছকভাঙা। ভারী গলা ও পুরুষালি হাবভাবের জন্য ‘ছেলে’ বলে খ্যাপাত লোকজন। পাত্তা দিতেন না দ্যুতি।(ছবি: ইনস্টাগ্রাম)

স্ট্রাগলের দিনগুলিতে ভুবনেশ্বরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। সেখানেই সঙ্গিনীর সঙ্গে পরিচয় ট্র্যাকের রানির। ধীরে ধীরে প্রেম। সমাজ ও পরিবারের রক্তচক্ষু উপেক্ষা করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন দ্যুতি। (ছবি: ইনস্টাগ্রাম)

স্ট্রাগলের দিনগুলিতে ভুবনেশ্বরে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন। সেখানেই সঙ্গিনীর সঙ্গে পরিচয় ট্র্যাকের রানির। ধীরে ধীরে প্রেম। সমাজ ও পরিবারের রক্তচক্ষু উপেক্ষা করে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন দ্যুতি। (ছবি: ইনস্টাগ্রাম)

দেশে সমলিঙ্গে সম্পর্ককে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এ দেশে এখনও বৈধ নয় সমকামী বিয়ে। তা সত্ত্বেও সমলিঙ্গে বিয়ে আটকে নেই। সেসব খবর রাখেন দ্যুতি।(ছবি: ইনস্টাগ্রাম)

দেশে সমলিঙ্গে সম্পর্ককে বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে এ দেশে এখনও বৈধ নয় সমকামী বিয়ে। তা সত্ত্বেও সমলিঙ্গে বিয়ে আটকে নেই। সেসব খবর রাখেন দ্যুতি।(ছবি: ইনস্টাগ্রাম)

 সম্পর্ককে মান্যতা দিতে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর বিয়ের পরিকল্পনা করছেন দ্যুতি। সঙ্গিনীর বয়স এখন ২২। দ্যুতি বলছেন, বিয়ে বৈধ হোক বা না হোক প্যারিস অলিম্পিকের পর এই বিষয়ে ভেবে দেখবেন।(ছবি: ইনস্টাগ্রাম)

সম্পর্ককে মান্যতা দিতে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর বিয়ের পরিকল্পনা করছেন দ্যুতি। সঙ্গিনীর বয়স এখন ২২। দ্যুতি বলছেন, বিয়ে বৈধ হোক বা না হোক প্যারিস অলিম্পিকের পর এই বিষয়ে ভেবে দেখবেন।(ছবি: ইনস্টাগ্রাম)






Most Read Stories


Leave a Reply