KSFL 2022: দুই বছর পর ফের শুরু স্কুল ফুটবল লিগ


কলকাতা স্কুল ফুটবল লিগ।

ছবি: নিজস্ব

গোলকিপার সুব্রত পালের হাত ধরে চৌবাগা হাইস্কুলের জার্সি উন্মোচন হয়। এরপর বাকি ৩১টি দলের জার্সি উন্মোচন হয়। জাঁকজমক ভাবে এ দিন অনুষ্ঠানের সূচনা করা হল। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতেই এই অভিনব উদ্যোগ।

কলকাতা: কোভিড কাঁটা পেরিয়ে দুই বছর পর আবার শুরু কলকাতা স্কুল ফুটবল লিগ (Kolkata School Football League)। ২০১৮ সালে এই টুর্নামেন্ট চালু হয়েছিল। ২০১৮, ২০১৯ দুই বছর এই টুর্নামেন্ট হওয়ার পর কোভিডের জন্য মাঝের ২ বছর স্থগিত থাকে। তবে ২ বছর পর আরও জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা স্কুল ফুটবল লিগ। প্রথম সংস্করণে ১০ দল অংশ নিয়েছিল। দ্বিতীয় সংস্করণে অংশ নেয় ২৪ স্কুল। এ বার স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৩২ দল। ২২ জুলাই থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। চলবে ১২ অগাস্ট পর্যন্ত। ৩২টা দলের খেলা হবে ৮টা গ্রুপে। টুর্নামেন্টে থাকছেন ৮ জন মেন্টর। প্রত্যেক গ্রুপে একজন করে মেন্টর। কলকাতার নামী স্কুলগুলি অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।

গত বার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল চৌবাগা হাইস্কুল। গোলকিপার সুব্রত পালের হাত ধরে চৌবাগা হাইস্কুলের জার্সি উন্মোচন হয়। এরপর বাকি ৩১টি দলের জার্সি উন্মোচন হয়। জাঁকজমক ভাবে এ দিন অনুষ্ঠানের সূচনা করা হল। তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতেই এই অভিনব উদ্যোগ। যে ৮ মেন্টর থাকবেন এ বারের টুর্নামেন্টে, তাঁরা হলেন- কৃষ্ণেন্দু রায়, অমিত ভদ্র, তরুণ দে, অলোক মুখোপাধ্যায়, মিহির বসু, বিকাশ পাঁজি, অচিন্ত্য বেলেল, রহিম নবি। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনিও বলেন, তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনতে স্কুল ফুটবলের বিকল্প কিছু নেই। আইএফএ-ও এই উদ্যোগকে পূর্ণ সমর্থন জানিয়েছে।

রাজারহাটের এনকেডিএ স্টেডিয়ামে হবে খেলাগুলো। প্রত্যেক দিন দুটো করে ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী আর ফাইনালে একটি ম্যাচই হবে। প্রত্যেকদিন দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে খেলা। তৃতীয় সংস্করণে দলসংখ্যা বাড়ায় টুর্নামেন্টের গুরুত্ব নিঃসন্দেহে অনেকটা বাড়বে। প্রাক্তন ফুটবলার তথা টুর্নামেন্টের অন্যতম পরামর্শদাতা প্রশান্ত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কোভিডের জন্য ২ বছর এই টুর্নামেন্ট আমরা করতে পারিনি। এ বছরও ঠিক ছিল না। তবে অধিকাংশ স্কুলগুলি আমাদের কাছে টুর্নামেন্টের ব্যাপারে জানতে চায়। তারপরই টুর্নামেন্ট শুরুর উদ্যোগ নিই। ৩২ স্কুল অংশ নিলেও, আরও বেশ কয়েকটি স্কুল অংশ নিতে চায়। তবে আপাতত আমরা দল সংখ্যা পারিনি। পরের বছর থেকে আরও বেশ কয়েকটি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে চাই আমরা।’

আরও পড়ুন: Virat Kohli Batting Video: ট্রেডমার্ক কভার ড্রাইভ, ক্লাসিক আপার কাট, নেটে বিধ্বংসী বিরাট

Leave a Reply