৩০ এর কোঠা পেরিয়েও সুদর্শন চেহারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে লিওনেল মেসি, করিম বেঞ্জেমাদের। তিরিশ পেরিয়ে গেলেও সিআর সেভেন-মেসি-বেঞ্জেমাদের চেহারা দেখলে মনে হবে তাঁরা এই কুড়ির কোঠায় রয়েছেন। তাঁদের এই সুঠাম চেহারার পিছনে রয়েছে সিক্রেট। এই ত্রয়ী মজেছেন সামুদ্রিক ‘আগাছা’-তে। অবাক হচ্ছেন? ‘আগাছা’ খেয়ে ফিটনেস ধরে রেখেছেন কী করে মেসি-রোনাল্ডো-বেঞ্জেমারা? এই প্রশ্নটা মাথায় আসা স্বাভাবিক। জেনে নিন সিউইড কী? যা খেয়েই এত ফিট এই ত্রয়ী।
Jul 14, 2022 | 8:45 AM
Most Read Stories