Virat Kohli: ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০-তেও নেই বিরাট, বিশ্রাম না বাদ!


Image Credit source: TWITTER

ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তাঁকে ‘ছুটি’ দেওয়ায় প্রশ্ন উঠছে, বিরাট কোহলির কি আরও বিশ্রাম দরকার?

কলকাতা: বিরাট-চর্চা যেন শেষই হচ্ছে না! ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। ভাবা হয়েছিল, বিশ্বকাপের দিকে তাকিয়ে টি-টোয়েন্টি সিরিজে নিশ্চিত ভাবেই তাঁকে টিমে রাখা হবে। কিন্তু উল্টোটাই ঘটল। টি-টোয়েন্টি সিরিজ থেকেও বিশ্রাম দেওয়া হল তাঁকে। ২৯ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু। সেই সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) না থাকা কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। দীর্ঘ দিন বড় রানের মধ্যে নেই। তীব্র সমালোচনার ঝড় বইছে তাঁকে ঘিরে। কিন্তু সুনীল গাভাসকরের মতো প্রাক্তনরা বলছেন, ফর্মে ফেরানোর জন্য বিশ্রাম দেওয়ার বদলে আরও বেশি করে ম্য়াচ খেলা উচিত বিরাটের। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে তাঁকে ‘ছুটি’ দেওয়ায় প্রশ্ন উঠছে, বিরাট কোহলির কি আরও বিশ্রাম দরকার?

একঝাঁক তরুণ পারফর্ম করছেন। দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারদের ফর্ম চাপে রাখছে বিরাটকে, সন্দেহ নেই। কিন্তু তাঁর মতো ব্যাটারের রানে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। এরই মধ্যে আবার কপিল দেবের মতো বিশ্বকাপজয়ী অধিনায়কের মন্তব্য বিতর্ক তৈরি করেছে। তিনি বলেছেন, রবিচন্দ্রন অশ্বিনকে যদি টিম থেকে বাদ দেওয়া হয়, তা হলে বিরাটকে নয় কেন? তরুণ ক্রিকেটাররা যখন ভালো খেলছে, তাদের বেশি করে সুযোগ দিতে হবে। বিরাটকে বিশ্রাম দেওয়া হয়েছে, নাকি তাঁর চোট রয়েছে, তা অবশ্য পরিষ্কার নয়। বোর্ড এ নিয়ে কোনও ব্যাখ্যাই দেয়নি।

বিরাট কি ধীরে ধীরে আরও চাপে পড়তে চলেছেন? তা অবশ্য মনে করছে না বোর্ডমহল। ওয়েস্ট ইন্ডিজ সফরের পর অগস্টে এশিয়া কাপ হবে। বিশ্বকাপের দিকে তাকিয়ে তাও টি-টোয়েন্টি ফর্ম্যাটেই খেলা হবে। ওই এশিয়া কাপের সময় টিমে ফিরবেন বিরাট। গত কয়েক মাস টানা খেলে যাচ্ছেন তিনি, তা নির্বাচকরা মাথায় রেখেছিলেন। বিরাটকে টিমে না রাখলেও সমস্ত তারকাই জায়গা পেয়েছেন ক্যারিবিয়ান সফরে। রোহিত শর্মা যেমন আছেন টি-টোয়েন্টি টিমে, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ারাও টিমে রয়েছেন। অস্ত্রোপচারের পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্র্যাক্টিস শুরু করা লোকেশ রাহুলও টিমে রয়েছেন। তবে তাঁকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। কুলদীপ যাদবের ক্ষেত্রেও একই শর্ত রয়েছে। তবে এই টিমে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হল রবিচন্দ্রন অশ্বিন। সাদা বলের ফর্ম্যাট, বিশেষ করে টি-টোয়েন্টির জন্য তাঁকে যে ভাবা হচ্ছে, তা আরও একবার প্রমাণিত হল। ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি টিমে রয়েছেন তিনিও।

ঘোষিত দল : রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, দীপক হুডা, শ্রেয়স আইয়ার, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।

*লোকেশ রাহুল এবং কুলদীপ যাদবের যাওয়া নির্ভর করছে ফিটনেসের উপর।

Leave a Reply