বাবরকে বাজি করে বিরাটকে চ্যালেঞ্জ পাক ক্রিকেটারের


Virat Kohli: বাবরকে বাজি করে বিরাটকে চ্যালেঞ্জ পাক ক্রিকেটারের

২০১৯ সালের পর থেকে তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি ভিকে। তাই তাঁকে নিয়ে সমালোচনার শেষ নেই।

করাচি: ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) দীর্ঘদিন তাঁর চেনা ছন্দে নেই। এই নিয়ে ক্রিকেটবিশ্বে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও আহামরি পারফর্ম করেননি কোহলি। কুঁচকির চোটের কারণে জস বাটলারদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলেননি তিনি। তবে লর্ডসে হওয়া দ্বিতীয় ওয়ান ডে-তে কোহলি ছিলেন ভারতের প্রথম একাদশে। তিন নম্বরে নেমে তিনি করে যান ২৫ বলে ১৬ রান। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে কোহলি করেছিলেন যথাক্রমে ১ ও ১১ রান। ফলে আপাতত বাটলারদের বিরুদ্ধে চলতি সাদা বলের সিরিজে কোহলির মোট সংগ্রহ ২৮ রান। এরই মধ্যে এ বার কোহলির সঙ্গে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের (Babar Azam) তুলনা টেনে আনলেন পাক তারকা ব্যাটার ইমাম উল হক (Imam ul Haq)। তবে সরাসরি নয়। তিনি চান বাবর যেন আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাটে কোহলির থেকে তিন-চার হাজার বেশি রান করেন।

২৭ বছরের পাক অধিনায়ক বাবর আজম এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯৭৯ রান করেছেন। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বাধিক রান করা ব্যাটারদের মধ্যে একজন হলেন বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে ‘ফ্যাব ফোর’ হিসেবে বলা হয় জো রুট, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসনদের সঙ্গে বিরাট কোহলিকে। সেই সেরা ব্যাটারদের তালিকায় এখন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের নামটাও ঢুকে পড়েছে। ইমাম মনে করেন, বর্তমানে বাবর ও বিরাটের মধ্যে তুলনা করাটা ঠিক হবে না। কোহলির সমান রানে পৌঁছতে হলে বাবরকে অনেকটা পথ পেরোতে হবে।

ইমাম বলেন, “বিরাট কোহলি একজন কিংবদন্তি এবং এটা নিয়ে কোনও সন্দেহ নেই। কেউ যদি ২৪০ এর বেশি ম্যাচ খেলে এবং কেউ ৮০, তা হলে আপনি তাদের তুলনা করতে পারবেন না। আপনি যদি এখনই তাঁদের কেরিয়ারের তুলনা করেন, তা হলে বাবর অনেক এগিয়ে। কিন্তু আমার সেরা বন্ধু এবং পাকিস্তানের অধিনায়ক হিসেবে আমি চাই ও কোহলির অনেক রেকর্ড ভেঙে ফেলুক। কিন্তু এই মূহূর্তে আমি ওদের মধ্যে তুলনায় যেতে রাজি নই। একজনের ১০ হাজারেরও বেশি রান রয়েছে। তবে আমি চাই এটা দেখতে যে, ওদের কেরিয়ারের শেষে কোহলির থেকে তিন ফর্ম্যাটেই বাবর ৩-৪ হাজার বেশি রান করুক।”

৪০টি টেস্টে এবং ৮৯টি একদিনের ম্যাচে ও ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলে বাবর সংগ্রহ করেছেন ৯৯৭৯ রান। যার মধ্যে রয়েছে ২৪টি সেঞ্চুরি ও ৬৬টি হাফসেঞ্চুরি। অন্যদিনে কোহলির ব্যাটে আপাতত রানের দেখা নেই। ২০১৯ সালের পর থেকে তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি ভিকে। তাই তাঁকে নিয়ে সমালোচনার শেষ নেই।

এই খবরটিও পড়ুন



Leave a Reply