Commonwealth Games 2022 : সাধারণত কমনওয়েলথ গেমসে অ্যাথলিটরা একসঙ্গে থাকেন। তবে ২৮ জুলাই থেকে বার্মিংহামে শুরু হতে চলা এই প্রতিযোগিতায় এবার তেমনটা হচ্ছে না। অ্যাথলিটদের আলাদা-আলাদা রাখার ব্যবস্থা করা হয়েছে।
বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) এবার ভিন্ন ব্যবস্থা। একসঙ্গে থাকবেন না ভারতীয় অ্যাথলিট এবং আধিকারিকরা। সবার জন্য় থাকার আলাদা জায়গা করা হয়েছে। মোট পাঁচটি ভিলেজে রাখা হবে ভারতীয় অ্য়াথলিটদের। তার মধ্যে মহিলা ক্রিকেট টিমের জন্য রয়েছে অন্য ব্যবস্থা। হরমনপ্রীত কৌরের দলকে বার্মিংহাম সিটি সেন্টারে সম্পূর্ণ অন্যত্র রাখা হবে। ২৮ জুলাই থেকে শুরু হতে চলা কমনওয়েলথ গেমসে এবার ভারতীয় অ্যাথলিটদের সংখ্যা ২১৫। কোচ, আধিকারিকদের নিয়ে মোট ৩২৫ জনের দল। সাধারণত কমনওয়েলথ গেমসে অ্যাথলিটরা একসঙ্গে থাকেন। তবে এবারের ব্যবস্থাপনা একটু আলাদা। অংশ নিচ্ছেন মোট পাঁচ হাজার খেলোয়াড়। ভিলেজে পৌঁছনোর ৭২ ঘণ্টা আগের আরটিপিসিআর টেস্টের রিপোর্ট বাধ্যতামূলক।
অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, স্কোয়াশ, হকিতে অংশ নেওয়া খেলোয়াড়রা ‘কমনওয়েলথ গেমস ভিলেজ বার্মিহাম’-এ থাকবেন। ব্যাডমিন্টন, বক্সিং, টেবিল টেনিস, ভারোত্তোলন এবং ট্রয়থেলনে অংশ নেওয়া খেলোয়াড়রা থাকছেন ‘কমনওয়েলথ গেমস ভিলেজ এনইসি’-তে। কুস্তি, জুডো এবং লং বল টিম ‘কমনওয়েলথ গেমস ভিলেজ বারবিক’-এ থাকবে। এজবাস্টনে খেলা হবে মেয়েদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। তাঁদের জন্য ‘কমনওয়েলথ গেমস ভিলেজ সিটি সেন্টার’-এ থাকার জায়গা করা হয়েছে। সাইক্লিংয়ে অংশ নেওয়া খেলোয়াড়রা থাকছেন স্যাটেলাইট ভিলেজে।
? NEWS ?: #TeamIndia (Senior Women) squad for Birmingham 2022 Commonwealth Games announced. #B2022 | @birminghamcg22 pic.twitter.com/lprQenpFJv
— BCCI Women (@BCCIWomen) July 11, 2022
২০১৮ গোল্ড কোস্ট কমনওয়লথ গেমসে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স ছিল অসাধারণ। চার বছর আগে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় ভারতের ঘরে এসেছিল মোট ৬৬টি পদক। বার্মিংহামের পারফরম্যান্স কি গোল্ড কোস্টকে ছাপিয়ে যেতে পারবে? কোমর বেঁধে প্রস্তুতিতে নেমে পড়েছেন দেশের অ্যাথলিটরা। এরই সঙ্গে এবার প্রথম যুক্ত হয়েছে মেয়েদের ক্রিকেট। টুর্নামেন্টের ফেভারিট হিসেবে কমনওয়েলথ গেমসে প্রতিদ্বন্দ্বিতা করবে হরমনপ্রীত কৌরের দল। অভিষেক সংস্করণেই পদক জিততে পারলে তা দেশের জন্য গৌরবের। ইতিহাসে নাম উঠে যাবে ভারতীয় ক্রিকেটের প্রমীলা বাহিনীর।