কমনওয়েলথ গেমসে পদকের সন্ধানে বাংলার ত্রিয়াশা-প্রতিষ্ঠারা


Commonwealth Games 2022: অপেক্ষার আর মাত্র ১১ দিন। ২৮ জুলাই বার্মিংহামের মাটিতে বসতে চলেছে এ বারের কমনওয়েলথ গেমসের আসর। আসন্ন কমনওয়েলথে বাংলার মুখ উজ্জ্বল করার জন্য নামতে চলেছেন বছর কুড়ির তরুণী নদিয়া জেলার মদনপুরের ত্রিয়াশা পাল। বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হিসেবে কমনওয়েলথে নামতে চলেছেন ত্রিয়াশা। পাশাপাশি হাওড়া জেলার সাঁতরাগাছির ১৯ বছরের জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্তও নামবেন বার্মিংহামে। বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য দুই বঙ্গতণয়া অনুশীলনেও কোনও খামতি রাখছেন না।


Jul 16, 2022 | 7:45 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Jul 16, 2022 | 7:45 PM




২৮ জুলাই বার্মিংহামের মাটিতে বসতে চলেছে এ বারের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) আসর। আসন্ন কমনওয়েলথে বাংলার মুখ উজ্জ্বল করার জন্য নামতে চলেছেন বছর কুড়ির তরুণী নদিয়া জেলার মদনপুরের ত্রিয়াশা পাল (Triyasha Paul)। বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হিসেবে কমনওয়েলথে নামতে চলেছেন ত্রিয়াশা। পাশাপাশি হাওড়া জেলার সাঁতরাগাছির ১৯ বছরের জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্তও নামবেন বার্মিংহামে। (ছবি-ত্রিয়াশা পাল ফেসবুক ও প্রতিষ্ঠা সামন্ত ফেসবুক)

২৮ জুলাই বার্মিংহামের মাটিতে বসতে চলেছে এ বারের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) আসর। আসন্ন কমনওয়েলথে বাংলার মুখ উজ্জ্বল করার জন্য নামতে চলেছেন বছর কুড়ির তরুণী নদিয়া জেলার মদনপুরের ত্রিয়াশা পাল (Triyasha Paul)। বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হিসেবে কমনওয়েলথে নামতে চলেছেন ত্রিয়াশা। পাশাপাশি হাওড়া জেলার সাঁতরাগাছির ১৯ বছরের জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্তও নামবেন বার্মিংহামে। (ছবি-ত্রিয়াশা পাল ফেসবুক ও প্রতিষ্ঠা সামন্ত ফেসবুক)

এ বারের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নামতে চলেছেন ত্রিয়াশা পাল। আন্তর্জাতিক স্তরে এই প্রথম বার নামতে চলেছেন নদিয়া জেলার মদনপুরের ২০ বছরের ত্রিয়াশা। (ছবি-ত্রিয়াশা পাল ফেসবুক)

এ বারের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে নামতে চলেছেন ত্রিয়াশা পাল। আন্তর্জাতিক স্তরে এই প্রথম বার নামতে চলেছেন নদিয়া জেলার মদনপুরের ২০ বছরের ত্রিয়াশা। (ছবি-ত্রিয়াশা পাল ফেসবুক)

কমনওয়েলথে প্রথম বার নামছেন ত্রিয়াশা। তবে পদকের আশার বুক বেঁধেছে তাঁর পরিবার ও বাংলা। এর আগে ২০১৯ সালে এশিয়ান জুনিয়র সাইক্লিং প্রতিযোগিতা, এশিয়া কাপ সাইক্লিং, জার্মানির ফ্র্যাঙ্কফুটে হওয়া ওয়ার্ল্ড জুনিয়র সাইক্লিং প্রতিযোগিতায় দেশের জার্সি গায়ে চাপিয়ে নেমেছেন ত্রিয়াশা। পেয়েছেন একাধিক পদকও। এ বার কমনওয়েলথে পদক জিতে নিজেকে প্রমাণ করার সুযোগ বাংলার ত্রিয়াশার কাছে। (ছবি-ত্রিয়াশা পাল ফেসবুক)

কমনওয়েলথে প্রথম বার নামছেন ত্রিয়াশা। তবে পদকের আশার বুক বেঁধেছে তাঁর পরিবার ও বাংলা। এর আগে ২০১৯ সালে এশিয়ান জুনিয়র সাইক্লিং প্রতিযোগিতা, এশিয়া কাপ সাইক্লিং, জার্মানির ফ্র্যাঙ্কফুটে হওয়া ওয়ার্ল্ড জুনিয়র সাইক্লিং প্রতিযোগিতায় দেশের জার্সি গায়ে চাপিয়ে নেমেছেন ত্রিয়াশা। পেয়েছেন একাধিক পদকও। এ বার কমনওয়েলথে পদক জিতে নিজেকে প্রমাণ করার সুযোগ বাংলার ত্রিয়াশার কাছে। (ছবি-ত্রিয়াশা পাল ফেসবুক)

ত্রিশায়ার মতোই হাওড়ার সাঁতরাগাছির বছর ১৯-এর তরুণী প্রতিষ্ঠা সামন্তও (Protistha Samanta) প্রথম বার কমনওয়েলথে নামবেন। চলতি বছরে তিনটি আর্টিস্টিক জিমন্যাস্টিক বিশ্বকাপে এবং দোহায় হওয়া এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় দেশের হয়ে খেলে বার্মিংহামে খেলার সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠা। (ছবি-টুইটার)

ত্রিশায়ার মতোই হাওড়ার সাঁতরাগাছির বছর ১৯-এর তরুণী প্রতিষ্ঠা সামন্তও (Protistha Samanta) প্রথম বার কমনওয়েলথে নামবেন। চলতি বছরে তিনটি আর্টিস্টিক জিমন্যাস্টিক বিশ্বকাপে এবং দোহায় হওয়া এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিক প্রতিযোগিতায় দেশের হয়ে খেলে বার্মিংহামে খেলার সুযোগ পেয়েছেন প্রতিষ্ঠা। (ছবি-টুইটার)

২০১৮ সাল অবধি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন প্রতিষ্ঠা। পরবর্তীকালে ত্রিপুরার হয়ে জাতীয় স্তরের সমস্ত প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন দীপা কর্মকার। রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তার। সেই দীপার সঙ্গেই তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছেই অনুশীলন করেন প্রতিষ্ঠা। (ছবি-টুইটার)

২০১৮ সাল অবধি বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন প্রতিষ্ঠা। পরবর্তীকালে ত্রিপুরার হয়ে জাতীয় স্তরের সমস্ত প্রতিযোগিতায় অংশ নেন তিনি। ২০১৪ সালের কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন দীপা কর্মকার। রিও অলিম্পিকে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছিল তার। সেই দীপার সঙ্গেই তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছেই অনুশীলন করেন প্রতিষ্ঠা। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply