Commonwealth Games 2022: অপেক্ষার আর মাত্র ১১ দিন। ২৮ জুলাই বার্মিংহামের মাটিতে বসতে চলেছে এ বারের কমনওয়েলথ গেমসের আসর। আসন্ন কমনওয়েলথে বাংলার মুখ উজ্জ্বল করার জন্য নামতে চলেছেন বছর কুড়ির তরুণী নদিয়া জেলার মদনপুরের ত্রিয়াশা পাল। বাংলার প্রথম মহিলা সাইক্লিস্ট হিসেবে কমনওয়েলথে নামতে চলেছেন ত্রিয়াশা। পাশাপাশি হাওড়া জেলার সাঁতরাগাছির ১৯ বছরের জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্তও নামবেন বার্মিংহামে। বিশ্বমঞ্চে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য দুই বঙ্গতণয়া অনুশীলনেও কোনও খামতি রাখছেন না।
Jul 16, 2022 | 7:45 PM
Most Read Stories