অজয় জাডেজা… (Ajay Jadeja) এই নামের মানুষটা নয়ের দশকে ২২ গজে ঝড় তো তুলতেনই, পাশাপাশি ওই সময়কার তরুণীদের মনেও সাইক্লোন বইয়ে দিতেন। নয়ের দশকে ভারতীয় ক্রিকেটের চকোলেট বয় ছিলেন অজয় জাডেজা। একটা সময় ম্যাচ গড়াপেটার কারণে নির্বাসিত হয়েছিলেন। তাঁর সঙ্গে জড়িয়েছিল ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) নামও। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও, তা পূর্ণতা পায়নি।
Jul 17, 2022 | 8:00 AM
Most Read Stories