ম্যাঞ্চেস্টারের মহারণে পন্থের সেঞ্চুরি, হার্দিকের অল-রাউন্ড পারফর্ম্যান্সে বাজিমাত ভারতের


ম্যাঞ্চেস্টারের মহারণে পন্থের সেঞ্চুরি, হার্দিকের অল-রাউন্ড পারফর্ম্যান্সে বাজিমাত ভারতের

Image Credit source: BCCI Twitter

ম্যাঞ্চেস্টারে ওয়ান ডে সিরিজ জিতল মেন ইন ব্লু।

ইংল্যান্ড ২৫৯ (৪৫.৫ ওভারে)

ভারত ২৬১-৫ (৪২.১ ওভারে)

ম্যাঞ্চেস্টার: জস বাটলারদের বিরুদ্ধে টি-২০ সিরিজের পর, ওয়ান ডে (ODI) সিরিজেও জিতল রোহিত শর্মার ভারত (India)। রবিবার ম্যাঞ্চেস্টারের মহারণে ঋষভ পন্থের (Rishabh Pant) ঝকঝকে শতরান ও হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করে জিতল ভারত। টসে জিতে সিরিজের শেষ ম্যাচে বাটলারদের ব্যাট করতে পাঠান টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করে ৪৫.৫ ওভারের মাথায় ২৫৯ রানে থেমে যান বাটলাররা। ভারতের হয়ে চার চারটি উইকেট তুলে নেন হার্দিক। একদিনের ক্রিকেটে ৭-৩-২৪-৪ এটিই তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স। এখানেই হার্দিকের কাজ শেষ হয়ে যায়নি। বল হাতে চার উইকেটের পর, ব্যাট হাতেও দলের জয়ে বড় অবদান রেখে যান হার্দিক। যার ফলে সিরিজের সেরার পুরস্কারও গিয়েছে তাঁর ঝুলিতে।

দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়ে তাদের ভিত নাড়িয়ে দেন জসপ্রীত বুমরার পরিবর্তে আজ প্রথম একাদশে সুযোগ পাওয়া মহম্মদ সিরাজ। জনি বেয়ারস্টো-জেসন রয়ের ওপেনিং জুটি ব্যর্থ হয়। শূন্যে ফেরেন বেয়ারস্টো। তার পর জো রুটও ফেলেন খালি হাতে। তৃতীয় উইকেটে ইংল্যান্ডকে খানিকটা অক্সিজেন দেয় জেসন রয় ও বেন স্টোকসের পার্টনারশিপ। স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করে এই জুটি। তবে রয়-স্টোকস জুটিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি হার্দিক পান্ডিয়া। এরপর পঞ্চম উইকেটে ক্যাপ্টেন বাটলারের সঙ্গে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করতে থাকেন মইন আলি। মইন-বাটলার জুটিতে ওঠে ৭৫ রান। বিধ্বংসী বাটলারকে (৬০) ফেরান হার্দিক। জাডেজা সাজঘরে পাঠান মইনকে (২৭)। হার্দিক যে চার উইকেট নিয়েছেন তা তো নজরকাড়া বটেই, তার সঙ্গে নজর কেড়েছে তাঁর রান দেওয়ায় কৃপণতা। পাশাপাশি ৯.৫ ওভার বল করে ৬০ রানের বিনিময়ে ৩টি উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। ২টি উইকেট সিরাজের খাতায়।

ম্যাঞ্চেস্টারের তৃতীয় একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, সিনিয়র প্লেয়ার শিখর ধাওয়ানের প্রাপ্তি যথাক্রমে ১৭, ১৭, ১। কিন্তু রোহিত-বিরাটরা রান পাননি মানে, ভারত যে সিরিজ হেরে যাবে, সেটা হয়নি। আর এমনটা হতে দিলেন না হার্দিক ও ঋষভ জুটি। ইংল্যান্ডের মতোই ভারতের ওপেনিং জুটিও জয়ের ভিত গড়তে পারেনি। নেটে যতটা উজ্জ্বল দেখায় বিরাটকে আজ মাঠে শুরুটা সেভাবেই করেন কোহলি। কিন্তু ফের বড় রান পেলেন না ভিকে। তৃতীয় উইকেটে বিরাট-ঋষভ জুটিতে ওঠে ১৭ রান। গত ম্যাচে ইংল্যান্ডকে সিরিজে সমতা ফেরাতে সাহায্য করেছিলেন রিস টপলি। আজও তিনি দারুণ পারফর্ম করে গেলেন। রোহিত-বিরাট-শিখরের উইকেট পেয়েছেন তিনি। ৭ ওভার বল করে ১টি মেডেনসহ ৩৫ রান দিয়ে রিসের প্রাপ্তি ৩ উইকেট।

তবে, আট বোলারেও আটকাতে পারলেন না পন্থদের। পাঁচ নম্বরে নামা সূর্যকুমার আজ করে যান ১৬ রান। পঞ্চম উইকেটে হার্দিক-ঋষভ জুটিতেই কার্যত মেন ইন ব্লুদের জয় এনে দেয়। ১১৫ বলে এই জুটি তোলে ১৩৩ রান। আজ ম্যাঞ্চেস্টারে আন্তর্জাতিক ওয়ান ডে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন পন্থ। তাঁর শতরানের ঝকঝকে ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ২টি ছয় দিয়ে। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি হার্দিক ৫৫ বলে ৭১ রান করার পথে মারেন ১০টি চার। ওল্ড ট্র্যাফোর্ডে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে জিতল ভারত। ৪৭ বল বাকি থাকতেই দাপটের সঙ্গে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়লেন পন্থরা। ১২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন ঋষভ। তাঁকে শেষ বেলায় সঙ্গে দেন ভারতীয় তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজা (৭*)।

সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড ২৫৯ (জস বাটলার ৬০, জেসন রয় ৪১, হার্দিক পান্ডিয়া ৪-২৪, যুজবেন্দ্র চাহাল ৩-৬০)।

এই খবরটিও পড়ুন



ভারত ২৬১-৫ (ঋষভ পন্থ ১২৫*, হার্দিক পান্ডিয়া ৭১, রিস টপলি ৩-৩৫, ব্রাইডন কার্স ১-৪৫)।



Leave a Reply