IND vs ENG 3rd ODI Live: টসে জিতে বাটলারদের ব্যাটিংয়ে পাঠালেন রোহিত


  • 17 Jul 2022 03:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

  • 17 Jul 2022 02:54 PM (IST)

    ওল্ড ট্র্যাফোর্ডে পৌঁছে গিয়েছেন রোহিতরা

    ম্যাঞ্চেস্টারে সুপার সানডে-র মহারণ।  ওল্ড ট্র্যাফোর্ডে পৌঁছে গিয়েছেন রোহিতরা

  • 17 Jul 2022 02:52 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    আর কিছুক্ষণ পর শুরু হবে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ।

  • 17 Jul 2022 02:45 PM (IST)

    বিশেষ করে নজর থাকবে ইংল্যান্ডে যে ৫ প্লেয়ারের দিকে…

    ম্যাঞ্চেস্টারে সিরিজ নিজেদের দখলে রাখতে লর্ডসের পারফরম্যান্সেরই পুনরাবৃত্তিতে নজর ইংল্যান্ডের…

    পড়ুন বিস্তারিত: India vs England: সিরিজ অপরাজিত থাকার সুযোগ, নজরে ইংল্যান্ডের পাঁচ

  • 17 Jul 2022 02:40 PM (IST)

    ম্যাঞ্চেস্টারে সিরিজের ‘ফাইনাল’… ভারতীয় শিবিরে যাদের দিকে নজর থাকবে…

    সিরিজের প্রথম ম্যাচে ১০ উইকেটের জয়। পরের ম্যাচেই ১০০ রানের বড় ব্যবধানে হার। প্রথম ম্যাচে বড় জয়টাই কি আত্মতুষ্টির জায়গায় রেখেছিল ভারতকে? প্রশ্ন উঠতেই পারে।

    পড়ুন বিস্তারিত: India vs England: সিরিজ নির্ণায়ক ম্যাচে নজরে ভারতের পাঁচ

  • 17 Jul 2022 02:36 PM (IST)

    সিরিজের ফয়সলার ম্যাচের আগে চোখ রাখুন ভারত-ইংল্যান্ড তৃতীয় ওয়ান ডে ম্যাচের প্রিভিউতে

    রোমাঞ্চকর ম্যাঞ্চেস্টার ডার্বি দেখতে অভ্যস্ত ক্রীড়াপ্রেমীরা। ক্রিকেটেও এমন রোমাঞ্চকর ম্যাচ দেখার সুযোগ আসে মাঝে মাঝে। আরও একবার সেই সুযোগ। সাদা বলের ক্রিকেটে দুই সেরা দলের লড়াই।

    পড়ুন বিস্তারিত: India vs England: ম্যাঞ্চেস্টারে মহারণ, ব্যাটসম্যানদের হাতেই সিরিজ জয়ের চাবি

  • 17 Jul 2022 02:32 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও ইংল্যান্ড মোট ১০৫ বার মুখোমুখি হয়েছে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে। তার মধ্যে ভারত জিতেছে ৫৬ বার এবং ইংল্যান্ড জিতেছে ৪৪ বার। এবং ৫টি ম্যাচ অমীমাংসিত।

  • 17 Jul 2022 02:31 PM (IST)

    সিরিজ দাঁড়িয়ে ১-১

    জস বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল ভারত। তবে দ্বিতীয় ম্যাচে সমতা ফেরান বাটলাররা। ফলে এই মুহূর্তে সিরিজ দাঁড়িয়ে ১-১।



  • Leave a Reply