Anjum Moudgil Wins Bronze: আইএসএসএফ বিশ্বকাপে ভারতীয় শুটারদের পদক জয় অব্যাহত। রবিবার এল আরও দুটি পদক। বিশ্বকাপে পদক জয়ের তালিকায় পয়লা নম্বরে রয়েছে ভারত।
চ্যাংওন: আইএসএসএফ বিশ্বকাপে(ISSF World Cup) ভারতের জয়জয়কার অব্যাহত। প্রতিযোগিতা শুরু থেকে পদক আসছে ভারতের ঘরে। রবিবার দিনটিও তার ব্যতিক্রম নয়। এদিন ভারতের ঝুলিতে এল দুটি পদক। একটি ব্যক্তিগত ও অন্যটি দলগত বিভাগে। ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন টিম বিভাগে এসেছে রূপোর পদক। সঞ্জীব রাজপুত, চৈন সিং এবং ঐশ্বর্য প্রতাপ সিং তোমর- এই ত্রয়ী একটুর জন্য সোনার পদক হাতছাড়া করলেন। তেমনই ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে মেয়েদের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন অঞ্জুম মোদগিল। প্রতিযোগিতার অষ্টম দিনে ফের একবার পদক জিতলেন অঞ্জুম। গতমাসে বাকু-তে অনুষ্ঠিত বিশ্বকাপে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে রূপো পান।
গোল্ড মেডেল ম্যাচে ছেলেদের থ্রিপি টিম একটুর জন্য সোনা হাতছাড়া করে। চেক রিপাবলিকের বিরুদ্ধে ১২-১৬ ব্যবধানে পিছনে পড়ে যায়। দিনের প্রথম পদক ছিল সেটি। অন্যদিকে শনিবার রাইফেল থ্রি পজিশনের ব়্যাঙ্কিং রাউন্ডে কোয়ালিফাই করেন অঞ্জুম। রবিবার খেলার শুরুটা ততটাও ভালো হয়নি তাঁর। দ্বিতীয় প্রণ সিরিজের পর ছয় নম্বরে নেমে যান। তবে ফাইনাল স্ট্যান্ডিং পজিশনে ভালো পারফরম্যান্সের সুবাদে তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে যান। ১৫ স্ট্যান্ডিং পজিশন শটের পর পঞ্চম এবং ষষ্ঠ স্থানাধিকারী ছিটকে যান। চতুর্থ স্থানাধিকারী অস্ট্রিয়ার রেবেকা কোয়েকের থেকে ০.২ পয়েন্টে এগিয়ে ছিলেন। তবে দ্বিতীয় স্থানে থাকা ইতালির বারবারা গ্যাম্বারোর থেকে পয়েন্টের ফারাক ছিল ১.৫। এই ব্যবধান মেটাতে পারেননি ভারতীয় শুটার। ৪০২.৯ পয়েন্টে শেষ করে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। দ্বিতীয় স্থানাধিকীরর পয়েন্ট ৪০৩.৪। সোনার পদক জয়ী জার্মানির আন্না জানসসেনের পয়েন্ট ৪০৭.৭।
ANOTHER ?for ?? AT @ISSF_Shooting WORLD CUP ??#AishwaryPratapSinghTomar , #Sanjeev, #ChainSingh in 50m Rifle 3P Team ♂️ were in touching distance from Gold but good fightback by ?? team (12-16 in GMM)
Good effort team?? pic.twitter.com/j5pt8RNTGW
— SAI Media (@Media_SAI) July 17, 2022
দুটি রাউন্ডের কোয়ালিফিকেশন শেষে গোল্ড মেডেল ম্যাচে শক্তিশালী চেক রিপাবলিক টিমের সঙ্গে লড়াই শুরু হয় ছেলেদের থ্রি পজিশন রাইফেল টিমের। তবে চেক ত্রয়ী ফিলিপ নেপাজচাল, জিরি প্রিভার্সিকি এবং পেত্রা নিম্বার্সকি এদিন ভারতীয়দের ছাপিয়ে গেলেন। সোমবার প্রতিযোগিতার নবম দিনে চারটি বিভাগের ফাইনাল রয়েছে। ভারতের ঝুলিতে আরও কয়েকটি পদক ঢোকার জোর সম্ভাবনা।
1️⃣0️⃣th Medal for ??
Our champ @anjum_moudgil has won ? in the Women’s 50m Rifle 3 Postions at the @ISSF_Shooting 2022 World Cup, Changwon
Many congratulations?? pic.twitter.com/SlMHntWukN
— SAI Media (@Media_SAI) July 17, 2022