Image Credit source: TWITTER
ম্যাঞ্চেস্টার ম্যাচের আগের দিনও নেটে অনবদ্য ছন্দে দেখিয়েছে বিরাট কোহলিকে। বাঁ হাতি থ্রো ডাউনের বিরুদ্ধে দীর্ঘ সময় ব্যাট করেন।
ম্যাঞ্চেস্টার : ওল্ড ট্র্যাফোর্ডে গোল্ড বিরাট কোহলিকে (Virat Kohli) পাওয়া যাবে! এর উত্তর কারও জানা নেই। আপাতত শুধু আশাই করা যেতে পারে। ভারত-ইংল্য়ান্ড (INDvENG) একদিনের সিরিজের নির্ণায়ক ম্যাচ ম্যাঞ্চেস্টারে (Manchester)। তার আগে খোশমেজাজে বিরাট কোহলি। এজবাস্টন টেস্টেও দেখা গিয়েছিল দর্শকদের সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন বিরাট কোহলি। তৃতীয় ওয়ান ডে ম্যাচের আগে ওয়ার্ম আপে কোমর দোলাচ্ছেন বিরাট কোহলি। সেই ভিডিও ভাইরাল। ক্রিজেও বিরাটকে এমনই চাপমুক্ত দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
Virat Kohli is a mood on the ground. pic.twitter.com/FSEmSxUOHQ
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 17, 2022
তিন বছর বিরাটের ব্যাটে শতরান নেই। তাঁকে নিয়ে সমালোচনা থামছেই না। অনেকেই বিরাটকে দল থেকে বাদ দেওয়ার পক্ষে। অনেকে আশাবাদী, রাজার মতোই প্রত্যাবর্তন করবেন বিরাট। কিন্তু নেটে অনুশীলনের বিরাট এবং ম্যাচের মিল পাওয়া যাচ্ছে না কিছুতেই। কুঁচকির চোটে ওভালে প্রথম ম্যাচে খেলেননি বিরাট। লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে নেটে অনবদ্য ব্যাটিং করেন বিরাট। ম্যাচেও শুরুটা ভাল হয়েছিল বিরাটের ব্যাটে। কিন্তু ১৬ রানেই ইতি। বাঁ হাতি পেসারের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। লর্ডসে রিস টপলি আরও এক বার তা দেখিয়েছেন। একাই নিয়েছেন ৬ উইকেট। বিরাটের উইকেট নেন আরেক বাঁ হাতি পেসার ডেভিড উইলি।
ম্যাঞ্চেস্টার ম্যাচের আগের দিনও নেটে অনবদ্য ছন্দে দেখিয়েছে বিরাট কোহলিকে। বাঁ হাতি থ্রো ডাউনের বিরুদ্ধে দীর্ঘ সময় ব্যাট করেন। বেশির ভাগই মাঝ ব্যাটে খেললেন, কিছু মিসও হল। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। তবে তিন বছরের এই সময় শ্রেষ্টত্ব ধরে রাখার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ম্যাঞ্চেস্টার ম্যাচের আগে বিরাট কেহলিকে চাপমুক্ত দেখতে পাওয়াটা সমর্থকদের কাছেও বিরাট স্বস্তির। ভারতীয় শিবিরেও। প্রতিটি সাংবাদিক সম্মেলনেই অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্নের সামনে পড়তে হচ্ছে। বিরাটের ঢাল হয়ে, রোহিতও বারবার বলছেন এক-দুটো ইনিংসের অপেক্ষা। প্লেয়ারের কোয়ালিটি কখনও খারাপ হয় না। অধিনায়কের ভরসার মর্যাদা রাখার দায়িত্ব বিরাটের ব্যাটেই।