‘দলকে আর ১০০ শতাংশ দিতে পারছি না’, ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় বেন স্টোকসের


Published by: Sulaya Singha |    Posted: July 18, 2022 5:38 pm|    Updated: July 18, 2022 5:38 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের ত্রাতা হিসেবে ধরা দিয়েছিলেন। ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দেওয়ার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডারদের তালিকার প্রথম দশেই তিনি। কিন্তু একদিনের ক্রিকেটে আর দেখা যাবে না তাঁকে। আগামী কাল, মঙ্গলবার দুরহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবারের মতো ওয়ানডে দলের জার্সি গায়ে নামবেন। জানিয়ে দিলেন বেন স্টোকস।

ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজেও ব্যাটে-বলে নজর কেড়েছিলেন স্টোকস। কিন্তু ওয়ানডে খেলার ক্ষেত্রে শরীর আর সায় দিচ্ছে না। নিঃসংকোচে এ কথা জানিয়েই অবসর ঘোষণা করলেন স্টোকস। সোশ্যাল মিডিয়ায় এদিন দীর্ঘ একটি পোস্ট করেন ইংলিশ অলরাউন্ডার। লেখেন, “মঙ্গলবারই ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে খেলব। এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল। কারণ ইংল্যান্ড দলে সতীর্থদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি। অসাধারণ একটা সফরের অংশ হতে পেরেছি।”

এরপরই যোগ করেন, “তবে বুঝতে পারছি, এই ফরম্যাটে এখন আর দলকে ১০০ শতাংশ দিতে পারছি না। যে এই জার্সির যোগ্য, এবার তার গায়েই উঠুক।”

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে



Leave a Reply